মন্ত্রীদের দায়িত্ব না দিয়ে সবকিছুতেই পুলিশরাজ চলছে, তোপ আব্দুল মান্নানের
বেঙ্গল ফাস্ট : নবান্নে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠককে কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, রাজ্যের যে ৮ জেলায় করোনা সংক্রমণ বেশি সেখানে আইএএস পদমর্দাদার অফিসারদের নিয়ে টিম গড়ে মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক এখানেই প্রশ্ন তুলেছেন আব্দুল মান্নান।
করোনা ও আমফানের মতো বিষয়ে বিধায়ক-মন্ত্রীদের দায়িত্ব না দিয়ে কেন সরকারি আমলাদের দায়িত্ব প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। তিনি বলেছেন, ত্রাণ দেখবে কে? পুলিশ! বিদ্যুতের লাইন দেখবে কে? পুলিশ! করোনা রোগী ভর্তি করবে কে? পুলিশ! সবই পুলিশরাজ চলছে। এতগুলো মন্ত্রী রাখার দরকার কী তাহলে? কেন আপনার মন্ত্রীদের দায়িত্ব দিলেন না? আপনার সহকর্মী মন্ত্রীদের উপর আপনার কোনও আস্থা নেই। তাঁদেরকে কি আপনি যোগ্য মনে করেন না? যদি তাই হয় তাহলে অযোগ্য মন্ত্রীদের বরখাস্ত করে বিধায়কদের মধ্যে থেকে অন্য কাউকে মন্ত্রী পদে নিয়োগ করুন। নাকি তাঁদের কাউকেই আপনি যোগ্য মনে করেন না? সুযোগ পেলেই মানুষ আগামী দিনে সমুচিত জবাব দিয়ে দেবেন বলে মুখ্যমন্ত্রীর করা সাংবাদিক বৈঠককে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান।
ছবি ঋণ : ইন্টারনেট
Comments are closed.