পুলিশ দিবসে সেজে উঠছে লালবাজার, সম্মানিত হবেন পুলিশের প্রথম সারির কোভিড যোদ্ধারা
নিজস্ব সংবাদদাতা : রাজ্যে প্রথমবার পালিত হতে চলেছে ‘পুলিশ দিবস’। আর সেই দিনটিকে ১ সেপ্টেম্বর একটু অন্যরকম ভাবে পালন করতে চলেছে রাজ্য সরকার। করোনা পরিস্থিতিতে পুলিশের প্রথম সারির কোভিড যোদ্ধাদের দেওয়া হবে সংবর্ধনা। লালবাজারে হবে পুলিশ দিবসের মূল অনুষ্ঠানটি। সেই উপলক্ষে এখন থেকেই সেজে উঠছে লালবাজার।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই রাজ্যে প্রথমবার হতে চলেছে পুলিশ দিবস। করোনায় আক্রান্ত হয়েছেন অনেক পুলিশ। মৃত্যুও হয়েছে ১৮ জনের। তারপরেও সামাজিক দায়িত্ব পালন করছে বাহিনী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “সবাই পুলিশকে যাতে সম্মান দেয় এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন করতে পুলিশ দিবস পালিত হবে।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন এবারের অনুষ্ঠানে। লালবাজার ছাড়াও রাজ্যের প্রত্যেকটি পুলিশ কমিশনারেটে পুলিশ দিবসের অনুষ্ঠান হবে। প্রত্যেক কমিশনারেটের মূল অফিসে পুলিশ কমিশনার ও পদস্থ পুলিশকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। জেলা পুলিশের ক্ষেত্রে প্রত্যেক জেলাশাসক, পুলিশ সুপার ও সিএমওএইচ পুলিশ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মহকুমার ক্ষেত্রে উপস্থিত থাকবেন মহকুমা শাসক ও এসডিপিও।
লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের প্রত্যেকটি ডিভিশন থেকে পাঁচজন, অর্থাৎ নয়টি ডিভিশনের মোট ৪৫ জনকে দেওয়া হবে এই সম্মান। এ ছাড়াও কলকাতা পুলিশের আরও ১১টি বিভাগ থেকে মোট ৫৫ জনকে সম্মান দেওয়া হবে বলে খবর। পাশাপাশি করোনা যুদ্ধে যে পুলিশকর্মী ও অফিসারদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারের লোকের হাতেও কোভিড মেডেল, শংসাপত্র ও চাকরির চিঠি তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
Comments are closed.