Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

শিলিগুড়িতে ডাকাতির আগেই ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ

নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়িতে ডাকাতির ঘটনা ঘটানোর আগেই ডাকাত দলের ৩ পাণ্ডাকে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। বৃহস্পতিবার গভীর রাত্রে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে ১০-১২ জনের একটি ডাকাত দল ডাকাতি করার উদ্দেশে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত মাদানি বাজার এলাকায় জড়ো হয়েছে। সেই মতো এনজেপি থানার পুলিশ সাদা পোশাকে হানা দেয় ওই এলাকায়। পুলিশের গাড়ি দেখে কয়েকজন পালিয়ে গেলেও ৩ জনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।

- Sponsored -

ধৃত ৩ দুষ্কৃতী বিজয় পাসোয়ান, প্রেমকুমার দেবনাথ, উজ্জ্বল মহন্ত। বিজয়ের বাড়ি যথাক্রমে আইওসি এলকার জনতা পাড়ায়, প্রেমকুমারের বাড়ি শক্তিগড়ের পিডব্লিউডি মোড়ে এবং উজ্জ্বল মহন্তর বাড়ি মাইকেল মধুসূদন কলোনিতে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশকিছু অস্ত্রশস্ত্র। ৩জনকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে পুলিশ। শুক্রবার ধৃত ৩ জনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.