নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো চালু ২২ ফেব্রুয়ারি, সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নিজস্ব সংবাদদাতা : আগামী ২২ ফেব্রুয়ারি সোমবার চালু হচ্ছে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো। হুগলির সাহাগঞ্জের ডানলপ ময়দানের অনুষ্ঠান থেকে দূরনিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে নতুন রুটে মেট্রো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সবার জন্য এই রুটে মেট্রো চালু হবে ২৩ তারিখ। মেট্রো সূত্রে খবর, কাজের দিনে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত চলবে ১৫৮টি ট্রেন। ছুটির দিনে চলবে ১৫৬টি ট্রেন। অফিসটাইমে ৭ মিনিট অন্তর চলবে মেট্রো। এই রুটে শেষ মেট্রো মিলবে রাত ৯.৩০ টায়। কিলোমিটার বাড়লেও সর্বোচ্চ ভাড়া থাকছে ২৫ টাকাই।
২০১০-১১ সালে রেলবাজেটে এই মেট্রো প্রকল্পের ঘোষণা করেন তত্কালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্প ঘোষণার দীর্ঘ ১০ বছর বাদে বাস্তবায়িত হচ্ছে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো রুট। নোয়াপাড়ার পর থাকছে ২টি স্টেশন– বরানগর এবং দক্ষিণেশ্বর। গত ৫ ফেব্রুয়ারি নোয়াপাড়া-দক্ষিণেশ্বর রুট পরিদর্শন করে শর্তসাপেক্ষে মেট্রো চলাচলে ছাড়পত্র দেয় কমিশনার অফ রেলওয়ে সেফটি।
Comments are closed.