মোদি-রাওয়াত বৈঠক, কোভিড-যুদ্ধে অবসরপ্রাপ্ত চিকিৎসকদের ডেকে পাঠাচ্ছে সেনা

নিজস্ব সংবাদদাতা : দেশের করোনা পরিস্থিতি নিয়ে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহামারীতে ভারতীয় সেনার প্রস্তুতি ও মেডিক্যাল টিমের ব্যবহার নিয়ে কথা দুজনের। এ বার করোনার বিরুদ্ধে লড়াইতে ভারতীয় সেনার ২ বছরের বেশি আগে অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদেরও কাজে লাগানো হবে বলে জানালেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। এদিনের বৈঠকে দেশের মধ্যে এবং বাইরে থেকে অক্সিজেন নিয়ে আসার বিষয়ে বায়ুসেনা কী ভাবে কাজ করছে, সে বিষয়েও খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
এর পাশাপাশি তিন বাহিনীতেই কম্যান্ড হেড কোয়ার্টার, কর্পস হেড কোয়ার্টারে নিযুক্ত সেনার স্থায়ী মেডিক্যাল অফিসারদের করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতালে কাজ করার জন্য নিযুক্ত করা হচ্ছে৷ অবসরপ্রাপ্ত সেনা স্বাস্থ্যকর্মীদের অনুরোধ করা হয়েছে যাতে তাঁরা আপৎকালীন হেল্পলাইন নম্বর পরিষেবায় পরামর্শদাতা হিসাবে সহযোগিতা করেন। তাঁরা বর্তমানে যেখানে থাকেন, তার কাছাকাছি অবস্থিত কোনও করোনা হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে তাঁদের পরিষেবা দিতে বলা হচ্ছে৷
Comments are closed.