স্বপ্নভঙ্গ! ব্রিটেনের কাছে হেরে ব্রোঞ্জ অধরা রানি রামপালদের
সাম্যজিৎ ঘোষ
স্বপ্ন সত্যি হল না রানিদের। পুরুষদের মতো রানি-গুরজিৎরাও হকিতে পদক জয় করতে চেয়েছিলেন। কিন্তু দারুণ লড়েও সেই চাক দে মুহূর্ত এলো না। টোকিও অলিম্পিকে গ্রেট ব্রিটেনের কাছে ব্রোঞ্জ পদকের ম্যাচে ৪-৩ গোলে হেরে গেল ভারত। তবে ব্রোঞ্জ না জিতলেও এই ম্যাচে ভারতের লড়াই যথেষ্ট প্রশংসার যোগ্য।
শুরুতে পিছিয়ে গিয়েও ম্যাচে ফিরে আসে রানিরা। এরপর ৩-২ গোলে এগিয়েও যায় ভারত। তৃতীয় কোয়ার্টারে ব্রিটেন পেনাল্টি কর্নারে সমতা ফেরানোর পরে ফের এগিয়ে যায় ৪-৩ গোলে। ভারতের হয়ে জোড়া গোল করেন গুরজিৎ কৌর। একটি গোল বন্দনা কাটারিয়ার। তবে রানি রামপাল ব্রিগেড যে হার না মানা মানসিকতা দেখিয়ে গেল, তাকে কুর্নিশ করেছেন সকলেই। ম্যাচের শেষে ভেঙে পড়া দলকে উজ্জীবিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দৃশ্যতই চোখের জল আটকাতে পারেননি রানিরা। কিন্তু ভারতীয় মহিলারা যে এমন লড়াকু হকি খেলবেন তা গোটা দেশের প্রত্যাশাকে ছাপিয়ে গেছে। এই হারে কোনও লজ্জা নেই, টোকিওতে ফোন করে গোটা দলকে তা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। ভবিষ্যতের জন্যেও শুভেচ্ছা জানান তিনি।
Comments are closed.