খড়্গপুরে নির্বাচনী জনসভায় মমতাকে আক্রমণ মোদির

নিজস্ব সংবাদদাতা : বাংলার ক্ষমতাদখলে মরিয়া নরেন্দ্র মোদি খড়্গপুরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাবে আক্রমণ করলেন। এদিন নরেন্দ্র মোদি বলেন, “বাংলার উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছেন দিদি। আপনারা বিশ্বাস করেছিলেন দিদিকে। আর উনি আপনাদের স্বপ্ন চুরমার করে দিয়েছেন।দিদির পার্টি আসলে নির্মমতার পাঠশালা। আজকে দশটি অঙ্গীকারের কথা বলছেন। বাংলার মানুষ আপনাকে ১০ বছর সময় দিয়েছিলেন। ১০ বছরে বাংলায় শুধুই লুঠ-দুর্নীতি হয়েছে। তৃণমূল আমলে বাংলায় শুধুই কুশাসন হয়েছে।”
এদিন নরেন্দ্র মোদি আরও বলেন, ‘‘গরিবের ছেলে ডাক্তার হোক, তাতেও আপত্তি দিদির। তাই নতুন শিক্ষানীতি চালু করতে চাইছেন না। যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে ভাবিত নন দিদি।’’
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে মোদি এদিন বলেন, ‘বাংলায় সিঙ্গল উইনডো বলতে ভাইপো উইনডো। এবার বাংলার মানুষ রুখে দাঁড়াবে। বাংলায় এবার সিন্ডিকেটবাজদের পরাজয় হবে। কাটমানিওয়ালাদের পরাজয় হবে। তোলাবাজদের পরাজয় হবে। বাংলায় তৃণমূলের দিন শেষ।”
পাশাপাশি বাম ও কংগ্রেস কেউ আক্রমণ করে নরেন্দ্র মোদি বলেন, “আপনারা কংগ্রেসের কারসাজি দেখেছেন, বাম আমলের সন্ত্রাস দেখেছেন, তৃণমূলের কুশাসন দেখেছেন। বাংলার মানুষকে বলছি, আপনারা ৭০ বছর ধরে অনেক দেখেছেন। আমাদের পাঁচ বছর কাজ করার সুযোগ দিন। বাংলায় আসল পরিবর্তন আনব।”
Comments are closed.