PM Modi’s Independence Day speech লালকেল্লা থেকে দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়ার ডাক প্রধানমন্ত্রী মোদির
ন্যাশনাল ডেস্ক, বেঙ্গল ফাস্ট: দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন জাতির উদ্দেশে ভাষণে লালকেল্লা থেকে মোদি বলেন, ‘ভারত গণতন্ত্রের ধাত্রীভূমি। ৭৫ বছর ধরে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে দেশ। নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার সময় এখন। ২৫ বছরের মধ্যে উন্নয়নশীল থেকে ভারত উন্নত দেশ হবে।’
মোদি এদিন তাঁর ভাষণে বলেন, ‘আগামী দিনে পাঁচ বড় সঙ্কল্প নিয়ে এগোতে হবে আমাদের। প্রথম সঙ্কল্প হল ভারতের বিকাশ, দ্বিতীয় সঙ্কল্প দাসত্ব থেকে মুক্তি, তৃতীয় সঙ্কল্প উত্তরাধিকার নিয়ে গর্ব, চতুর্থ সঙ্কল্প ঐক্যবদ্ধ থাকা, পঞ্চম সঙ্কল্প নাগরিক কর্তব্যে অবিচল থাকা।’
Addressing the nation on Independence Day. https://t.co/HzQ54irhUa
— Narendra Modi (@narendramodi) August 15, 2022
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন আরও বলেন, ‘বিবিধতাই ভারতের সবচেয়ে বড় শক্তি। ভারত হল সমস্ত গণতন্ত্রের মায়ের মতো। বড় বড় সাম্রাজ্যের জন্য বিপদ ছিল ভারত।
স্বাধীনতার পরেও অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে দেশ। হাজার বাধা সত্ত্বেও ভারত মাথা নত করেনি। ভারতীয় নাগরিকদের জেদকে নড়ানো যায়নি। এই মাটিতে শক্তি আছে, তাই না ঝুঁকে এগিয়ে গিয়েছে ভারত। আমরা অমৃত কালের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন পূরণের সংকল্প করতে হবে।আমাদের অবশ্যই ‘বিকশিত ভারত’-এর দিকে কাজ করার সংকল্প নিতে হবে এবং যেকোনও কোণ থেকে বা আমাদের হৃদয় থেকে ঔপনিবেশিকতার যে কোনও চিহ্ন মুছে ফেলতে হবে।’
এদিন পরিবারতন্ত্রের রাজনীতির বিরুদ্ধে লড়ার ডাক দিয়ে মোদি বলেন, ‘পরিবারতন্ত্রের রাজনীতিতে পরিবারের লাভ হয়। দেশের কোনও উপকার হয় না। দেশ থেকে পরিবারতন্ত্রের রাজনীতি দূর করতে হবে। দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়তে হবে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতি ও পরিবারতন্ত্র বা স্বজনপোষণই এখন দেশের সবথেকে বড় চ্যালেঞ্জ। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একদিকে দারিদ্র, অন্যদিকে লুঠের টাকা লুকিয়ে রাখা হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই আরও তীব্রতর হবে। লুঠের টাকা এবার ফেরত দিতে হবে। দুর্নীতি ও দুর্নীতিগ্রস্তদের দেখতে হবে ঘৃণার দৃষ্টিতে।’
PM Modi’s Independence Day speech
Comments are closed.