কৃষি আইনের বিরোধিতা করায় আন্দোলনকারীদের ‘আন্দোলনজীবী’ বলে কটাক্ষ প্রধানমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করায় আন্দোলনকারীদের কটাক্ষ করে ‘আন্দোলনজীবী’ বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতির ভাষণের জবাবে ধন্যবাদ দিতে গিয়ে কৃষক আন্দোলন নিয়ে সোমবার এ ভাষাতেই রাজ্যসভায় কড়া বার্তা দিলেন তিনি। শুধু তাই নয়, আন্দোলনকারীদের ‘পরজীবী’ বলেও দাবি করলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে তাঁদের পাশে থাকার জন্য নাম না নিয়ে রিহানা ও গ্রেটা থুনবার্গকেও বার্তা দিলেন।
প্রধানমন্ত্রীর কথায়, এফডিআই অর্থাৎ ফরেন ডিস্ট্রাকটিভ আইডিওলজির থেকে সাবধান থাকতে হবে। তবে প্রধানমন্ত্রীর মতে, এফডিআইয়ের প্রকৃত অর্থ ফরেন ডিরেক্ট ইনভেসমেন্টের ওপর থেকে আস্থা হারালে চলবে না। পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। মোদির কথায়, “দেশকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। পিছনে ঠেলে দেওয়া নয়। বিরোধী হোক বা আন্দোলনকারী সকলে মিলে এই সংস্কারকে এক বার কার্যকর হওয়ার সুযোগ দিন।”
সোমবার রাজ্যসভায় দাঁড়িয়ে ফের আশ্বস্ত করে মোদি বলেন, ‘‘ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে যে ভ্রম তৈরি করা হচ্ছে, সেটা ঠিক নয়। ন্যূনতম সহায়ক মূল্য ছিল, আছে এবং থাকবে।’’
Comments are closed.