‘পিএম কেয়ার্স’ ফান্ড জাতীয় বিপর্যয় তহবিলে হস্তান্তর নয় : সুপ্রিম কোর্ট
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
পিএম কেয়ার ফান্ড (PM-CARES) নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সাফ জানিয়ে দিল, করোনা ভাইরাস মোকাবিলায় তৈরি করা পিএম কেয়ার ফান্ডের অর্থ কোনও ভাবেই জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিলে (NDRF) জমা বা স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া যাবে না। সেন্টার ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নামে একটি এনজিও সম্প্রতি শীর্ষ আদালতে একটি মামলা দায়ের করে। তাদের দাবি, করোনা মহামারীকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে সংগৃহীত অর্থ জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিলে স্থানান্তরিত করার বিষয়ে নির্দেশ দিতে হবে। ওই আবেদনে একথাও বলা হয় যে, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল বিপর্যয় মোকাবিলা আইনের নিয়মনীতি লঙ্ঘন করেছে।
স্বেচ্ছাসেবী সংস্থার করা মামলার শুনানিতে বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, নতুন কোনও পরিকল্পনার প্রয়োজন নেই, এবং করোনার মোকাবিলায় গত নভেম্বরে সরকারের তৈরি করা জাতীয় বিপর্যয় মোকাবিলা আইনই যথেষ্ট।
করোনা ভাইরাস এবং অন্যান্য হঠাৎ করে ধেয়ে আসা বিপর্যয়ের মোকাবিলায় গত ২৮ মার্চ পিএম কেয়ার ফান্ড তৈরি করেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ফান্ডের চেয়ারম্যান এবং প্রতিরক্ষা ও অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী এর অন্যান্য ট্রাস্টি।
Comments are closed.