করোনায় বয়স্ক মানুষদের জন্য কী পদক্ষেপ, হলফনামা দিতে নির্দেশ শীর্ষ আদালতের
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশের বয়স্ক মানুষদের জন্য কী পদক্ষেপ করা হয়েছে তা নিয়ে সমস্ত রাজ্যকে হলফনামা দিতে বলল সুপ্রিম কোর্ট। বয়স্ক নাগরিকদের জন্য কী ব্যবস্থা করা হয়েছে তা নিয়ে একটি মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে এমনই নির্দেশ দিল শীর্ষ আদালত। চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ। মামলাকারী পক্ষের আইনজীবী অশ্বিনীকুমার বলেন, রাজ্যগুলি এই বিষয়ে শুধুমাত্র রিপোর্ট পেশ করে, যা যথেষ্ট নয়।
প্রবীণ নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলে অশ্বিনীকুমার বলেন, “এই মামলায় বিস্তারিত ভাবে জানানোর প্রয়োজন কী পদক্ষেপ করা হয়েছে।” আরও বিস্তারিত ভাবে হলফনামা দিতে হবে বলে নির্দেশ দিয়ে আগামী চার সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট। দেশের প্রবীণ নাগরিকদের কল্যাণে কী পদক্ষেপ করা হয়েছে তা নিয়ে মামলা রুজু করেন প্রাক্তন আইন মন্ত্রী তথা আইনজীবী অশ্বিনী কুমার। পাশাপাশি করোনা ভাইরাসের সময়ে তাদের প্রতি করণীয় পদক্ষেপও উল্লেখ করা হয়।
Comments are closed.