কোঝিকোড়ে অবতরণের সময় পিছলে দু’টুকরো বিমান, মৃত অন্তত ২০

নিজস্ব সংবাদদাতা : কেরলের কোঝিকোড়ে অবতরণের সময় ভয়াবহ বিমান দুর্ঘটনা। শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ রানওয়েতে পিছলে ৩৫ ফুট গভীর খাতে পড়ে যায় এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমান আইএক্স-১৩৪৪। দু’টুকরো হয়ে যায় বিমানটি। কেরলে লাগাতার বৃষ্টির জের দৃশ্যমানতা কম থাকায় অবতরণের ত্রুটিতেই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান ডিজিসিএ-র। মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় দুই পাইলট-সহ মৃত কমপক্ষে ২০। মৃত বিমানের পাইলট দীপক বসন্ত শাঠে ও কো-পাইলট অখিলেশ কুমার। করোনা আবহে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর কাজ করছিল বন্দে ভারত মিশন-এর আওতায় থাকা বিমানটি। দুবাই থেকে ১৯০ জন যাত্রী নিয়ে কেরলে ফিরছিল বিমানটি। তাতে ১৭৪ জন যাত্রী, ১০টি শিশু, ২ জন পাইলট ও ৪ জন বিমানকর্মী ছিলেন। মালাপুরমের জেলাশাসক কে গোপালকৃষ্ণন জানিয়েছেন, আহতদের কোঝিকোড়ের সাতটি ও মালাপুরমের কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই দমকল এবং NDRF-এর জওয়ানরা দ্রুততার সাথে কাজে হাত দেয়।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটে জানা গিয়েছে, বিমানটি অনেকক্ষণ ধরে অবতরণের চেষ্টা করছিল। অন্তত দু’বার অবতরণের চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর বিমানবন্দরের মাথায় চক্কর খেতে খেতে তৃতীয়বার অবতরণের সময়ই দুর্ঘটনার কবলে পড়ে পিছলে যায় রানওয়ে থেকে।
As per the flight manifest there were 190 people on flight AXB-1344 including 174 adult passengers,10 infants, 4 cabin crew & 2 pilots.
Unfortunately, 16 people have lost their lives. I offer my heartfelt condolences to their next of kin & pray for speedy recovery of the injured.— Hardeep Singh Puri (@HardeepSPuri) August 7, 2020
অসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ‘১০ নম্বর রানওয়ে থেকে পিছলে বিমানটি নীচে পড়ে দু’টুকরো হয়ে যায়। তবে তাতে আগুন ধরেনি। আগুন ধরলে মৃতের সংখ্যা বাড়ত। এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এই ঘটনার তদন্ত শুরু করেছে।’
Pained by the plane accident in Kozhikode. My thoughts are with those who lost their loved ones. May the injured recover at the earliest. Spoke to Kerala CM @vijayanpinarayi Ji regarding the situation. Authorities are at the spot, providing all assistance to the affected.
— Narendra Modi (@narendramodi) August 7, 2020
দুর্ঘটনার খবর পেয়েই ট্যুইট করে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কথা বলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গেও। সবরকমের সাহায্যের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। শোকপ্রকাশ করে কেরলের রাজ্যপালকে ফোন করে পরিস্থিতি নিয়ে কথা বলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। খোঁজখবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শোকপ্রকাশ করেছেন কেরলের ওয়েনাডের সাংসদ ও কংগ্রেস নেতা রাহুল গান্ধিও।
বিদেশমন্ত্রকের তরফে ইতিমধ্যেই দুবাই ও শারজায় হেল্পলাইন খোলা হয়েছে। হেল্পলাইন নম্বরগুলি হল: 056 546 3903, 0543090572 এবং 0543090572।
Comments are closed.