Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

তৃণমূলে যোগ ৪ লক্ষ যুবক-যুবতীর, বাজিমাত পিকে-র ‘ইউথ ইন পলিটিক্স’

শুভাশিস মণ্ডল

একের পর এক বাজিমাত করছেন তৃণমূলের থিঙ্কট্যাঙ্ক প্রশান্ত কিশোর। রবিবার ‘ইউথ ইন পলিটিক্স’ (Youth in Politics) কর্মসূচির মাধ্যমে তৃণমূলে যোগ দিলেন ৪ লক্ষর বেশি যুবক-যুবতী। বিজেপিকে ধরাশায়ী করতে বিপুল যোগদানের আয়োজন ঘাসফুলের। একুশের লক্ষ্যে বিভিন্ন জেলা সভাপতিদের পৌরহিত্যে শাসকদলে যোগ দিলেন আগামীর রাজনীতিকরা।

- Sponsored -

দেশজুড়ে গেরুয়া শিবিরের ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে বারবার সোচ্চার হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যকে সামনে রেখে ‘ইউথ ইন পলিটিক্স’ নামে প্রচার অভিযান শুরু করেছিলেন প্রশান্ত কিশোর। পাশাপাশি ১৮-৩৫ বছরের যুবক-যুবতীদের রাজনীতিতে কেরিয়ার গড়ার বার্তাও সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন পিকের সংস্থা ‘আইপ্যাক’। আর তাতেই কেল্লাফতে তৃণমূলের। রাজনীতিতে যোগ দিতে চেয়ে রেজিস্ট্রেশন জমা পড়েছে প্রশান্ত কিশোরের কাছে। দেখা যাচ্ছে ৪ লক্ষ ছাড়িয়েছে রেজিস্ট্রেশনের সংখ্যা। একুশের ভোটের আগে দলের সংগঠনকে মজবুত করতে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই আবেদনকারীদের যোগ দেওয়ানো হবে তৃণমূলে। তারপরে চলবে রাজনৈতিক প্রশিক্ষণ।

এদিন প্রথম দফার যোগদান কর্মসূচি রূপায়ণ করছেন, উত্তর ২৪ পরগনায় জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ও যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী, দক্ষিণ ২৪ পরগনায় শুভাশিস চক্রবর্তী, মালদায় মৌসম বেনজির নুর, পূর্ব মেদিনীপুরে শিশির অধিকারী, নদিয়ায় মহুয়া মৈত্র, হাওড়ায় (শহর) লক্ষ্মীরতন শুক্লা এবং হুগলিতে দিলীপ যাদব। আগামী এক মাস ধরে চলবে এই ‘ইউথ ইন পলিটিক্স’ কর্মসূচির মাধ্যমে শাসকদল তৃণমূলে যোগদানের বিশেষ অভিযান।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.