৭ পয়সা পেট্রোলের মূল্যবৃদ্ধি! প্রতিবাদে গরুর গাড়িতে চড়ে পার্লামেন্টে যাচ্ছেন অটলবিহারী বাজপেয়ী

নিজস্ব সংবাদদাতা : গরুর গাড়িতে চড়ে পার্লামেন্টে যাচ্ছেন অটলবিহারী বাজপেয়ী। সময়টা ছিল ১৯৭৩ সাল। দেশের প্রধানমন্ত্রী তখন ইন্দিরা গান্ধী। অবাক হওয়ার কিছুই নেই। ৭ পয়সা পেট্রোলের মূল্যবৃদ্ধির জেরে তৎকালীন জনসংঘের নেতা অটলবিহারী প্রতিবাদে নেমেছিলেন ঠিক এই ভাবেই। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর এমনই একটি ভিডিও তেসরা জুলাই নিজের টুইটারে শেয়ার করেছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
Today and tomorrow. Trinamool @AITCofficial will hold protests against #FuelPriceHike
All Covid protocols will be strictly followed.Meanwhile, this video which I posted a week ago, went viral 👇 https://t.co/AJrUJjSGEi
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 10, 2021
দেশজুড়ে যখন সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোল তখন শনিবার রাজ্যজুড়ে প্রতিবাদে নামে তৃণমূল কংগ্রেস। তেসরা জুলাইয়ের টুইট ফের একবার রি-টুইট করলেন ডেরেক। পেট্রোপণ্যের মূলবৃদ্ধির জেরে অটলবিহারীর প্রতিবাদ নেটিজেনদের মনও কাড়ল।
Comments are closed.