Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

৭ পয়সা পেট্রোলের মূল্যবৃদ্ধি! প্রতিবাদে গরুর গাড়িতে চড়ে পার্লামেন্টে যাচ্ছেন অটলবিহারী বাজপেয়ী

নিজস্ব সংবাদদাতা : গরুর গাড়িতে চড়ে পার্লামেন্টে যাচ্ছেন অটলবিহারী বাজপেয়ী। সময়টা ছিল ১৯৭৩ সাল। দেশের প্রধানমন্ত্রী তখন ইন্দিরা গান্ধী। অবাক হওয়ার কিছুই নেই। ৭ পয়সা পেট্রোলের মূল্যবৃদ্ধির জেরে তৎকালীন জনসংঘের নেতা অটলবিহারী প্রতিবাদে নেমেছিলেন ঠিক এই ভাবেই। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর এমনই একটি ভিডিও তেসরা জুলাই নিজের টুইটারে শেয়ার করেছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

- Sponsored -

দেশজুড়ে যখন সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোল তখন শনিবার রাজ্যজুড়ে প্রতিবাদে নামে তৃণমূল কংগ্রেস। তেসরা জুলাইয়ের টুইট ফের একবার রি-টুইট করলেন ডেরেক। পেট্রোপণ্যের মূলবৃদ্ধির জেরে অটলবিহারীর প্রতিবাদ নেটিজেনদের মনও কাড়ল।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.