সেঞ্চুরির পথে পেট্রোল, কলকাতায় দাম ৯৮ টাকা ৩০ পয়সা
নিজস্ব সংবাদদাতা : ফের ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেল। কলকাতায় সেঞ্চুরির পথে এগিয়ে চলছে পেট্রোল। লিটারপ্রতি ৩৩ পয়সা বেড়ে পেট্রোলের দাম। নতুন দাম বেড়ে হল ৯৮ টাকা ৩০ পয়সা। পাশাপাশি দাম বাড়ল ডিজেলেরও। কলকাতায় ডিজেল বাড়ল লিটারে ২৫ পয়সা। ফলে ডিজেলের নতুন দাম ৯১ টাকা ৭৫ পয়সা।
করোনা পরিস্থিতির জেরে ভেঙে পড়েছে দেশের আর্থিক পরিস্থিতি। প্রায় প্রতিদিন পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। সংসার চালাতে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্ত থেকে দিন-আনা দিন-খাওয়া মানুষজনদের। তবে জ্বালানির ক্রমাগত দামবৃদ্ধি নিয়ে কয়েকদিন আগেই সাফাই দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি দামবৃদ্ধি প্রসঙ্গে বলেছিলেন, করোনায় কঠিন পরিস্থিতিতে কল্যাণমূলক প্রকল্পের জন্য আমরা অর্থ সঞ্চয় করছি।
Comments are closed.