অব্যাহত পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি, আজ রাজ্যজুড়ে প্রতিবাদ তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা : জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি। পেট্রোল পাম্পের সামনে গণস্বাক্ষর সংগ্রহের পাশাপাশি অবস্থান বিক্ষোভ জোড়াফুল শিবিরের। ইতিমধ্যেই দলের সব নেতাকর্মীদের প্রতিটি ব্লকে পথে নামার নির্দেশ দিয়েছে তৃণমূল। সেইমতো শুরু হয়েছে প্রতিবাদ কর্মসূচি। অন্যদিকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিকেল সাড়ে তিনটেয় রাজভবন অভিযান করবে যুব কংগ্রেস।
আজ ফের চড়ল পেট্রোল-ডিজেলের দাম। লিটারে ৩৯ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোল ১০১.০১ টাকা। অন্যদিকে লিটারে ৩২ পয়সা বেড়ে ডিজেল ৯২.৯৭ টাকা। জ্বালানির ক্রমাগত দামবৃদ্ধিতে পণ্য পরিবহণের খরচ বেড়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের।
Comments are closed.