ফের ঊর্ধ্বমুখী জ্বালানির দাম! কলকাতায় পেট্রোল ১০০ ছুঁইছুঁই

নিজস্ব সংবাদদাতা : ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম ১০০ ছুঁইছুঁই। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি বাড়ল ২৮ পয়সা এবং ডিজেলের দাম লিটারপ্রতি বাড়ল ২৮ পয়সা। ফলে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটারে ৯৭ টাকা ১২ পয়সা আর ডিজেলের দাম হয়েছে ৯০ টাকা ৮২ পয়সা।
পেট্রোল-ডিজেলের দাম পাল্লা দিয়ে বেড়ে যাওয়া প্রসঙ্গে কয়েকদিন আগে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যুক্তি দিয়েছিলেন যে, দেশে এক বছরে ৩৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে করোনা ভ্যাকসিন কেনার জন্য। কল্যাণমূলক প্রকল্পের জন্য আমরা অর্থ সঞ্চয় করছি।
Comments are closed.