বেতন বৃদ্ধির দাবি, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সামনে অবরোধ-বিক্ষোভ স্থায়ী শ্রমিকদের

নিজস্ব সংবাদদাতা: বেতন বৃদ্ধির দাবিতে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের আইএনটিটিইউসি সমর্থিত স্থায়ী শ্রমিকরা কারখানার গেটের সামনে অবরোধ করে বিক্ষোভ দেখাল। বিক্ষোভের জেরে হাজারেরও বেশি শ্রমিক কাজে যোগ দিতে পারেননি। ঘটনাকে কেন্দ্র করে কারখানার গেটে চাঞ্চল্য ছড়ালে ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ এবং কারখানার সিআইএসএফ আসে।
বিক্ষোভকারীদের দাবি ন্যাশনাল জয়েন্ট কাউন্সিল অফ স্টিলের মাধ্যমে বেতন চুক্তি বৃদ্ধি করতে হবে। পাশাপাশি ডিএসপি কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে দিন আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে গেট অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এদিন সকাল আটটা থেকে একটানা গেট অবরোধ করে চলে বিক্ষোভ।
Comments are closed.