Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ফিরল অতীতের স্মৃতি, দার্জিলিংয়ে ফের ‘কালো পতাকা’ দিলীপ ঘোষকে

নিজস্ব সংবাদদাতা: ২০১৭ সালের ৫ অক্টোবর। দার্জিলিং-এ রীতিমত ঘাড়ধাক্কা খেতে হয়েছিল দিলীপ ঘোষকে। সেসময় বিনয় তামাং গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন বিজেপি রাজ্য সভাপতি। এবার ২০২১-এর ২৩ ফেব্রুয়ারি। প্রায় সাড়ে চার বছর পর ফের দার্জিলিংয়ে দিলীপ ঘোষ। ভোটের আগে পাহাড়বাসীর মন জোগাতে কৌশলী বিজেপি। জনসংযোগ রক্ষার্থে উত্তরবঙ্গে পরিবর্তন যাত্রার কর্মসূচি পদ্মশিবিরের। পদযাত্রা কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং তিনটে বিধানসভা পরিক্রমা করে শিলিগুড়ি এসে মূল যাত্রার সঙ্গে মিশবে। সঙ্গে দার্জিলিংয়ে জনসভা। সেই কর্মসূচিতেই আবারও কাঞ্চনজঙ্ঘার কোলে দিলীপ ঘোষ। যদিও এবারেও সফরের শুরুটা ভালো হল না। 

- Sponsored -

অতীত স্মৃতিকে উস্কে আবারও কালো পতাকা দেখেই পাহাড় সফর শুরু করলেন বিজেপির রাজ্য সভাপতি। পাহাড়ে যাওয়ার রাস্তার মোড়ে মোড়ে দিলীপকে কালো পতাকার মুখোমুখি হতে হয়েছে দিলীপকে। ঘুম স্টেশনের কাছেও বিজেপির রাজ্য সভাপতিকে দেখানো হয় কালো পতাকা। ঘটনায় গুরুং অনুগামীদের বিরুদ্ধে অভিযোগের তির বিজেপির।

২০১৯-এর এপ্রিলে লোকসভা নির্বাচনের প্রচারে অমিত শাহের সঙ্গে কালিম্পঙে গেলেও শৈলশহরে পা রাখেননি দিলীপ। সেই দার্জিলিংয়েই মঙ্গলবার দিলীপের সমাবেশ এবং রোড-শো। বিক্ষোভের মুখে পড়েও পাহাড়বাসী বিজেপির সঙ্গে আছে বলে দাবি বিজেপির রাজ্য সভাপতির। তাঁর কথায়, ‘সাধারণ মানুষ টিএমসি এবং বিমল গুরুং কারও সঙ্গে নেই। এখানে সবাই বিজেপির সঙ্গে যুক্ত হতে চাইছে। ওখানকার ছোট ছোট দল বিজেপির সঙ্গে যুক্ত হয়েছে এবং হচ্ছে। বিজেপি কোনও প্রতিশ্রুতি দেয়নি। সেখানকার সমস্যা সমাধানের চেষ্টা করেছে। এখানকার মুখ্যমন্ত্রীর সহযোগিতা না করার জন্য ফল আসেনি। কিন্তু বিমল গুরুং যে প্রতিশ্রুতি দিয়েছিলেন পাহাড়বাসীদের, তা পালন করেননি গুরুং।‘

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.