ওয়াটারগেটের থেকেও বড় কেলেঙ্কারি পেগাসাস : মমতা

নিজস্ব সংবাদদাতা : ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও বড় কেলেঙ্কারি পেগাসাস। ফের একবার পেগাসাস নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা চালাচ্ছে মোদী সরকার। এ দেশে হোয়াটসঅ্যাপও সুরক্ষিত নয়। জুমলাবাজি নিয়ে দেশ চলবে না।’ চাঁছাছোলা ভাষায় কেন্দ্র ও নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ মুখ্যমন্ত্রীর।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘পেগাসাস-পেগাসাস, মোদিবাবুর নাভিশ্বাস। এটা ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়ে বড়। কারা পেগাসাস কিনল, কেন স্বতঃপ্রণোদিত তদন্ত করছে না কেন্দ্র? আমি ফোনে টেপ লাগিয়ে প্রতীকী প্রতিবাদ করেছি। শুনেছি আরএসএস-এর অনেকের ফোনট্যাপ করা হয়েছে, এভাবে কী চলতে পারে? কতদিন হিটলারি কায়দায় ভয় দেখানো হবে? সুপার এমারজেন্সি চলছে, আমরা এর তদন্ত চাই।’
Comments are closed.