‘যে পাঁচবছর মানুষের সঙ্গে থাকবে, দল তাঁকে খুঁজে নেবে’, আলিপুরদুয়ারে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা: আলিপুরদুয়ারের কর্মিসভায় দলের ‘বেসুরো’ নেতাদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘যারা লোভী, ভোগী তাঁদের জন্য রাস্তা খোলা, চলে যান। তৃণমূলে যাঁরা আছেন শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে হবে। এটা মানুষের দল।যারা বিজেপিতে গেছে তাদের লেজে যেদিন আগুন লাগাবে সেদিন দেখবে আর একটা লঙ্কা কাণ্ড ঘটবে।’
Workers' convention at Alipurduar Parade Ground #DidiAtAlipurduar https://t.co/agVYkMlpq1
— All India Trinamool Congress (@AITCofficial) February 3, 2021
বিজেপি–কে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো বলেন, ‘তৃণমূলের টিকিট টাকা দিয়ে বিক্রি হয় না। তৃণমূলের টিকিট পেতে লবি করতে হয় না। তৃণমূলের সাংসদ-বিধায়কদের টাকা দিয়ে কেনা যায় না। যে পাঁচবছর মানুষের সঙ্গে থাকবে, ভাল কাজ করবে, সে এমনিতেই টিকিট পাবে। দল তাঁকে খুঁজে নেবে। এটা তৃণমূল কংগ্রেস।’
এদিনের সভা থেকে মোদি সরকারের বাজেট নিয়েও তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রীয় বাজেটকে জনবিরোধী বলে আখ্যা দিয়ে বলেছেন, ‘কেরোসিন, পেট্রোল, ডিজেলে সেস বাড়িয়ে দিয়েছে। ৮ দফা তেলের দাম বাড়িয়েছে। আরও বাড়াবে। বিজেপি আম জনতার পার্টি নয়। বড়লোকদের পার্টি।’ বিজেপিকে নিশানা করে তৃণমূল নেত্রী আরও বলেন, ‘ওরা শুধু ভোটের সময় প্রতিশ্রুতি দেয়, আর ভোট হলেই পালিয়ে যায়। সাধারণ মানুষের জন্য কিছুই করে না।’
সভা থেকেই আমজনতার উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিনা পয়সায় খাদ্য, স্বাস্থ্য কে দেয়? জন্ম থেকে মৃত্যু প্রোগ্রাম কে করেছে? আপনারা বিনা পয়সায় খাদ্য, রেশন চান? তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। বিনা পয়সায় স্বাস্থ্যসাথী চান ৫ লাখ টাকার? তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। কন্যাশ্রী? রূপশ্রী? সবুজশ্রী? তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন।’
Comments are closed.