Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

স্বাভাবিক ছন্দে ফিরতে চলছে সংসদের দুই কক্ষ

নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার থেকেই ফের স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে সংসদের দুই কক্ষ। মহামারী করোনাকে এখন অতীত হিসেবেই দেখতে চাইছে নরেন্দ্র মোদি সরকার। করোনার হাত থেকে বাঁচার জন্য যে যে নিয়ম চালু হয়েছিল তার অধিকাংশই আর থাকছে না। শারীরিক দূরত্বের বিষয়টিকে গুরুত্ব দিয়েই সংসদ আবার ফিরতে চাইছে তার পুরনো ছন্দে।

- Sponsored -

সোমবার সাংসদ বন্দনা চবন জানান, এখন থেকে আর চার ঘণ্টা করে রাজ্যসভার অধিবেশন হবে না। মঙ্গলবার থেকে আগের মতোই অর্থাৎ ১১টা থেকে সন্ধ্যা ৬টা অবধি চলবে রাজ্যসভা ও লোকসভার অধিবেশন। একই কথা জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও। তিনি বলেন, রাজ্যসভার মতো লোকসভাতেও সাংসদরা গ্যালারিতে বসবেন। যাতে শারীরিক দূরত্ব বজায় থাকে।

এদিকে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে লোকসভার বাজেট অধিবেশন সংক্ষিপ্ত করার দাবি জানিয়েছেন বিরোধীরা। তবে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি বলেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যান।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.