করোনা আতঙ্কে অনির্দিষ্টকালের জন্য মুলতুবি সংসদের অধিবেশন
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
বুধবার অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়া হল সংসদের বাদল অধিবেশন। ১ অক্টোবর পর্যন্ত চলার কথা থাকলেও করোনা সতর্কতার কথা মাথায় রেখে এদিনই সংসদ মুলতুবি করে দেওয়া হয়। করোনা ভাইরাস এবং লকডাউনের কারণে দেরিতে শুরু হয় এবারের বাদল অধিবেশন। কড়া নিরাপত্তা এবং সমস্ত স্বাস্থ্যবিধি মেনে এবারের বাদল অধিবেশন হয়। সাংসদদের হাজিরার জন্য যেমন বিশেষ অ্যাপসের ব্যবস্থা করা হয়, তেমনি সামাজিক দূরত্ব মেনে সাংসদদের বসার ব্যবস্থাও করা হয়। এছাড়াও সংবাদমাধ্যমের গতিবিধিও নিয়ন্ত্রণ করা হয়। হাতেগোনা কয়েকটি সংবাদমাধ্যমকে শুধুমাত্র সংসদের ভিতরে এবারে প্রবেশের অনুমতি দেওয়া হয়। নম্বর অনুযায়ী নামের তালিকা মিলিয়ে তাদের বসার ব্যবস্থা করা হয়।
এছাড়া এবারের বাদল অধিবেশনে সংবাদমাধ্যমের কর্মীদেরকে শুরু করে সমস্ত সাংসদ ও কর্মীদের করোনা পরীক্ষা করা হয়। মোট ২৫ জন সাংসদের করোনা ধরা পড়ে। গত তিনদিন ধরে তুমুল উত্তপ্ত ছিল সংসদ চত্বর। কৃষি বিলকে কেন্দ্র করে বিরোধীদের প্রবল বিক্ষোভের উত্তপ্ত হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। ওয়েলে নেমে বিক্ষোভ করা এবং তুমুল অশান্তি করার অভিযোগে বিরোধীদলের ৮ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। তারই প্রতিবাদে বিরোধী সাংসদরা মঙ্গল ও বুধবার সংসদ বয়কট করেন। যদিও এবারের বাদল অধিবেশনে অনেকটাই ভালো কাজ হয়েছে এবং তার হার ১৬৭% বলে জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
এবারের বাদল অধিবেশনে কৃষি সংক্রান্ত তিনটি বিল ছাড়াও মহামারী সংক্রান্ত বিল, শ্রম বিল-সহ একাধিক বিল পাস হয়েছে। লোকসভার অধ্যক্ষ জানিয়েছেন, এবারের বাদল অধিবেশনে ৬০ ঘণ্টার সভায় মোট ২৫টি বিল পাস করানো হয়েছে। ২৩০০টি লিখিত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। লোকসভার তরফে আরও জানানো হয়েছে ৩৭০টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবারের বাদল অধিবেশনে যে গুরুত্বপূর্ণ বিলগুলি পাস করানো হয়েছে তার মধ্যে রয়েছে অত্যাবশ্যকীয় পণ্য সংক্রান্ত বিল, কৃষি সংক্রান্ত তিনটি বিল, জম্মু-কাশ্মীরের সরকারি ভাষা সংক্রান্ত বিল।
এদিন অধিবেশন কাটছাঁট করা নিয়ে সাংসদদের সঙ্গে আলোচনা করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তারপরেই সংবাদমাধ্যমের কর্মী, সাংসদ, সচিবালয়ের কর্মী-সহ অন্যান্যদের সুরক্ষার কথা মাথায় রেখে অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। দুপুরে রাজ্যসভা মুলতবি করে দেওয়ার ঘোষণা করা হয়।
Comments are closed.