Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

গেট টপকে বিধানসভায় ঢোকার চেষ্টা! সমকাজে সমবেতনের দাবিতে বিক্ষোভ পার্শ্বশিক্ষকদের

নিজস্ব সংবাদদাতা: সমকাজে সমান বেতন-সহ বিভিন্ন দাবিতে বেলা ১১টা নাগাদ রাজ্য বিধানসভার গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন পার্শ্বশিক্ষকদের। ‘শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ’-র ব্যানারে বুধবার প্রায় ৫০ জন মহিলা বিধানসভার উত্তর দিকে ভিভিআইপি গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। হঠাৎই বিক্ষোভ চলাকালীন বিধানসভার ৬নং গেট টপকে ভিতরে ঢোকারও চেষ্টা করলেন কয়েকজন শিক্ষিকা৷ বিক্ষোভকারীদের দাবি, তাঁদের সমকাজে সমবেতন দিতে হবে৷ নির্দিষ্ট বেতন কাঠামো এবং পেনশনের দাবিও তুলেছেন বিক্ষোভকারী শিক্ষিকারা৷

- Sponsored -

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী৷ ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত হওয়ার দাবিও জানান বিক্ষোভকারীরা। পরে মহিলা পুলিশদের সাহায্যে টেনে হিঁচড়ে শিক্ষিকাদের পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করা হয়৷ গোটা ঘটনা ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ বেতন বৃদ্ধি-সহ অন্যান্য দাবিতে পার্শ্ব শিক্ষকদের সঙ্গে সরকারের দীর্ঘদিন ধরে আলোচনা চললেও সেই আলোচনা ফলপ্রসূ না হওয়ার ফলে আজ বিধানসভার সামনে বিক্ষোভ দেখান ‘শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ’-র সদস্যরা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.