মাসুদ আজহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাকিস্তানে

নিজস্ব সংবাদদাতা : জাকিউর রহমান লখভির পর মাসুদ আজহার। পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী আদালত (অ্যান্টি টেররিজম কোর্ট) গ্রেফতারি পরোয়ানা জারি করল মাসুদ আজহারের বিরুদ্ধে। মাসুদের বিরুদ্ধে গুজরানওয়ালা আদালতে মামলা করেছিল পঞ্জাব প্রদেশের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট। সেই মামলার ভিত্তিতেই জারি হল গ্রেফতারি পরোয়ানা।
জইশ-এ-মহম্মদের সুপ্রিমো মাসুদ আজহারের বিরুদ্ধে সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক মঞ্চে চাপের মুখে পড়েছিল পাকিস্তান। ইতিমধ্যেই জইশের ৬ শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে পঞ্জাব প্রদেশের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট। মাসুদকে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক। তার সঙ্গে জইশের আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে।
Comments are closed.