ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান, উইকেট ধরে রেখে জিততে মরিয়া রুটের দল
সৌরভ রায়
পাক বোলিং লাইনআপকে যে সহজ ভাবে নিলে বিপদে পড়তে হবে তা টেস্টের দ্বিতীয় দিনেই টের পেয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। আর তৃতীয় দিনে ইংরেজ ব্যাটসম্যানদের উপর আরও প্রবল আক্রমণ আনল পাক বোলাররা। মহম্মদ আব্বাস, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহের পাশাপাশি দুই রিস্টস্পিনার, সকলেই প্রায় সফল। চার উইকেট তুলে নিলেন ইয়াসির শাহ। দুই উইকেট পেয়েছেন শাদাব খান। ৯২-৪ স্কোরে দ্বিতীয় দিন শুরু করেন অলি পোপ ও জস বাটলার। শুরু থেকেই শাহিন শাহ ও আব্বাসের সুইংয়ে বিভ্রান্ত হয়ে ধৈর্য হারান পোপ। সামনের পায়ের বল ড্রাইভ করতে গিয়ে ক্যাচ তুলে দেন গালিতে। সেই নড়বড়ে ইংল্যান্ড ব্যাটিং লাইন আপের ফায়দা তোলেন ইয়াসির ও শাদাব। ৩২৬ রানের জবাবে ইংল্যান্ড অলআউট ২১৯ রানে।
১০৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান। তৃতীয় দিন ব্যাট করে বিপক্ষের সামনে বড় রানের লক্ষ্য দেওয়ার সুযোগ ছিল তাদের। সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি আজহার আলির দল। দ্রুত রান তোলার চেষ্টা করতে গিয়ে একের পর এক উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে আট উইকেট হারিয়ে তাদের রান ১৩৭। এগিয়ে ২৪৪ রানে। চতুর্থ দিন পাকিস্তানকে দ্রুত অলআউট করে দিতে পারলে জয়ের আশা তৈরি হতে পারে ইংল্যান্ড শিবির। কারণ হাতে পড়ে রয়েছে আরও দুদিন। উইকেট ধরে রেখে ধীর গতিতে রান তুলে, ম্যাচ জেতাই এখন বড় চ্যালেঞ্জ জো রুট অ্যান্ড ইংল্যান্ড টিমের কাছে।
Comments are closed.