Pakistan forced to go down on its knees: PM Modi: ৯টি বড় জঙ্গিঘাঁটি ২২ মিনিটে গুঁড়িয়ে দিয়েছি, হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকানিরের সভামঞ্চ থেকে বলেন, "যারা সিঁদুর মুছতে বেরিয়েছিল তাদের মাটিতে মিশিয়েছি। যারা নিজেদের অস্ত্রের গর্ব করত তারা আজ হতাশায় ডুবছে। এটা শোধ-প্রতিশোধের খেলা নয়। অপারেশন সিঁদুর ন্যায়ের নতুন স্বরূপ। অপারেশন সিঁদুর দেশের রুদ্র রূপ।

নিজস্ব প্রতিনিধি: অপারেশন সিঁদুরের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। অপারেশন সিঁদুরের পর প্রথম প্রকাশ্য জনসভায় পাকিস্তানকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রাজস্থানের বিকানেরে ১০৩ টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধনে গিয়ে প্রধানমন্ত্রী এক হাত নেন পাকিস্তানকে।
ভারতের উপর জঙ্গি হামলা হলে, তা যুদ্ধ হিসেবেই দেখবে ভারত। সেই কথা মনে করিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকানিরের সভামঞ্চ থেকে বলেন, “যারা সিঁদুর মুছতে বেরিয়েছিল তাদের মাটিতে মিশিয়েছি। যারা নিজেদের অস্ত্রের গর্ব করত তারা আজ হতাশায় ডুবছে। এটা শোধ-প্রতিশোধের খেলা নয়। অপারেশন সিঁদুর ন্যায়ের নতুন স্বরূপ। অপারেশন সিঁদুর দেশের রুদ্র রূপ। এটা শুধু আক্রোশ নয়, গোটা ভারতের রুদ্র রূপ। প্রথমে ঘরে ঢুকে মেরেছি এবার বুকে গিয়ে মেরেছি। পাকিস্তানের রহিম ইয়ার খান বায়ুসেনাঘাঁটি এখন আইসিইউ-তে রয়েছে! এবার একেবারে ছাতিতে আঘাত আনা হয়েছে। সিঁদুর বারুদে পরিণত হলে কী হয় বিশ্ব তা দেখেছে। পরমাণু বোমার হুমকিতে ভারত ভয় পায় না। আতঙ্কের ফণা থেঁতলে দিতে ভারতের নতুন নীতি। সোজা লড়াইয়ে কোনও দিনও জিতবে না পাকিস্তান। তাই জঙ্গিদের ঢাল করে লড়াই চালায় পাকিস্তান।”
পহেলগাম জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় অপারেশন সিঁদুর করেছিল ভারত। সেই কথা মনে করিয়ে এ দিন মোদী বলেন, ‘২২ এপ্রিলের হামলার জবাবে আমরা ৯টি বড় জঙ্গিঘাঁটি ২২ মিনিটে গুঁড়িয়ে দিয়েছি। বিশ্ব এবং দেশের শত্রুরা দেখে নিয়েছে সিঁদুর বারুদে পরিণত হলে কী হয়।’
Pakistan forced to go down on its knees: PM Modi
Comments are closed.