Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

পদ্মিনী দত্ত শর্মার নতুন কবিতা সংকলন ‘গ্লাস স্প্রিন্টারস’

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

লেখালেখির জগতে তিনি নতুন নয়, তবে প্রতিটি লেখনী নতুন হয়ে ধরা দেয় পদ্মিনী দত্ত শর্মার বইয়ের পাতায়। জন্মসূত্রে ভারতীয় পদ্মিনী দত্ত শর্মা দীর্ঘদিন ধরে আমেরিকা, ইংল্যান্ড-সহ বিভিন্ন দেশে থাকেন। তবে মাটির টানে বারেবারে ফিরে আসেন কলকাতাতেই। এবার তাঁর নতুন লেখা ‘গ্লাস স্প্রিন্টারস’ তুলে ধরেছে কবিতা সংকলন। নারী হোক বা পুরুষ, সমাজের যিনি যে স্তরেই তিনি থাকুন না কেন, মানুষের মনের মধ্যে তৈরি হওয়া সুক্ষ অনুভূতিগুলিকে কবিতার আকারে তুলে ধরা হয়েছে এই সংকলনে।

- Sponsored -

কবিতায় নারীর স্থান আজকের নয়, তবে নারী যে শুধুমাত্র সন্তান উৎপাদনের যন্ত্র বা যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার খেলনা নয়, নিজের কবিতা ও লেখনীর মাধ্যমে একাধিকবার বুঝিয়ে দিয়েছেন পদ্মিনী দত্ত শর্মা। সমাজের প্রতিটি মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিকে সমাজের সামনে সাহসের সঙ্গে মেলে ধরেছেন তিনি। আর সেই জন্যই তাঁর আগের বইগুলিও পাঠকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ফিকশন হোক বা নন ফিকশন হোক, পদ্মিনী দত্ত শর্মার লেখনীতে স্থান পায় সবই। জীবনের প্রতিটি স্তর, প্রতিটি অভিজ্ঞতা এবং প্রতিটি পর্বকে খুব সামনে থেকে দেখে সেগুলিকে লিপিবদ্ধ করা হয়েছে গ্লাস স্প্রিন্টারস কবিতা সংকলনে। শুধুমাত্র কবিতা বা গল্প লেখার মধ্য দিয়েই নয়, স্বল্প দৈর্ঘ্যের একাধিক সিনেমাও বানিয়েছেন পদ্মিনী দত্ত শর্মা। এছাড়াও কলমচি হিসেবও সুনাম রয়েছে তাঁর। এই নিয়ে ১১টি বই প্রকাশিত হল তাঁর। আগেরবারের মতোই এই বইটিও সমাজে ব্যাপক আলোড়ন ফেলেছে। জীবনের অনেক ঘটনা, অভিজ্ঞতা থাকে, যা সামনে আনা যায় না বেশ কিছু বাধ্যবাধকতার কারণে। সেগুলিকে সামনে যিনি নিয়ে আসেন, তিনিই বাস্তব লেখক, সেটিই প্রমাণ হয়েছে গ্লাস স্প্রিন্টারসে। আমাজন ইউএসএ-তে বইটি ইতিমধ্যেই ব্যাপক বিক্রি শুরু হয়েছে আগেরমতোই।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.