অক্সফোর্ডের করোনা টিকাকে ছাড়পত্র দিল কেন্দ্র
নিজস্ব সংবাদদাতা: নতুন বছরে সুখবর। অক্সফোর্ডের করোনা টিকাকে ছাড়পত্র দিল ভারত। এর আগে পরীক্ষামূলক ভাবে দেশে করোনার টিকা প্রয়োগ শুরু হয়েছিল। এবার বছরের প্রথম দিনে প্রথম করোনা টিকার ছাড়পত্র দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তৈরি বিশেষজ্ঞ প্যানেল। অক্সফোর্ডের করোনা টিকা সেরাম ইনস্টিটিউট তৈরি করছে ভারতে। অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় কোভিশিল্ড ভারতে তৈরি করছে সেরাম ইনস্টিটিউট। সেই টিকাকেই ছাড়পত্র দিল স্বাস্থ্যমন্ত্রকের বিশেষজ্ঞ কমিটি। এরপর ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ছাড়পত্র পেয়ে গেলেই দেশে শুরু হয়ে যাবে টিকা দেওয়ার কর্মসূচি।
এদিকে পশ্চিমবঙ্গে করোনা টিকার ড্রাই রান শনিবার থেকে শুরু হচ্ছে মধ্যমগ্রাম ও দত্তাবাদের উচ্চ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং আমডাঙার গ্রামীণ হাসপাতালে। প্রাথমিকভাবে ২৫ জনের ওপর এই টিকা প্রয়োগ করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সকাল ন’টা থেকে শুরু হবে এই ড্রাই রানের কাজ।
Comments are closed.