Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বিহারে নির্বাচনী সভায় ৩৭০ ধারা নিয়ে বিরোধীদের তোপ নমোর

শুভাশিস মণ্ডল

বিহার নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারে সাসারাম থেকে ৩৭০ ধারাকে হাতিয়ার করে বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিড়ে ঠাসা এদিনের জনসভায় মোদি গলওয়ানে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে বিহারের জওয়ানের শহিদ হওয়ার কথা মনে করিয়ে বলেন, ‘সকলেই অপেক্ষায় ছিলেন কবে ৩৭০ ধারা উঠবে। কিন্তু ক্ষমতায় ফিরলে বিরোধীরা দাবি করেছে ৩৭০ ধারা আবার ফিরিয়ে আনবে। এরপরও কীভাবে বিহারবাসীর ভোট চায় ওরা? এটা কি বিহারীদের অপমান নয়? এই রাজ্যের বহু যুবক-যুবতী দেশ রক্ষার কাজে সীমান্তে যায়। তাঁরা কি শুধু শহিদ হতে সেখানে যাবেন?’

- Sponsored -

পাশাপাশি বিরোধী আরজেডির নেতৃত্বাধীন মহাজোটের প্রবল সমালোচনা করেছেন নরেন্দ্র মোদি। সাসারামের সভা থেকে বলেন, ‘যাঁরা একদিন বিহারকে শাসন করত, লোলুপ দৃষ্টিতে তার এখন উন্নয়নশীল বিহারের দিকে তাকাচ্ছে। নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হওয়ার আগে অপরাধ এবং দুর্নীতির শিকার ছিল বিহার। কিন্তু বিহারের ভোলা উচিত নয় যে, তাঁরাই বিহারবাসীকে পিছনের দিকে ঠেলে দিয়েছিল এবং রাজ্যে দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ করে দিয়েছিল।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাসারামের পাশাপাশি ভাগলপুর ও গয়ার ডেহরিতে সভা করেন এদিন। প্রতিটি সভা থেকে তাঁর বক্তব্য জায়ান্ট স্ক্রিনে প্রচারিত হয় আশপাশের প্রায় ২০টি বিধানসভা কেন্দ্রে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.