Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ধরনা প্রত্যাহার ৮ সাংসদের, ফিরিয়ে না নিলে বাদল অধিবেশন বয়কট : গুলাম নবি আজাদ

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

সংসদ ভবন চত্বরে গতকাল রাতে শুরু হওয়া ধরনা প্রত্যাহার করে নিলেন সাংসদরা। রাজ্যসভায় কৃষি বিল নিয়ে আলোচনার সময় ব্যাপক গণ্ডগোল হয়। বিরোধীদের নজিরবিহীন বিক্ষোভের জেরে কার্যত বেসামাল হয়ে পড়ে সভার কাজ। সেই সময় সভা পরিচালনার দায়িত্বে ছিলেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রুল বুক ছিড়ে ফেলা হয় বিরোধীদের তরফে। এরপরেই সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী ওই সাংসদদের সাসপেন্ড করার প্রস্তাব দেন। সেদিন রাতেই তৃণমূল, কংগ্রেস-সহ বিভিন্ন দলের মোট আটজন সাংসদকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়। এরপর সংসদ ভবন চত্বরে ধরনায় বসে পড়েন সাসপেন্ড হওয়া সাংসদরা। তৃণমূলের তরফে ছিলেন ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন। রাতভর সংসদ ভবন চত্বরে ধরনা দেন তারা। আজ সকালে বিক্ষোভরত সাংসদের সঙ্গে দেখা করতে যান রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। তাঁদের জন্য চা এবং স্ন্যাকস নিয়ে যান তিনি।

- Sponsored -

অন্যদিকে রাজ্যসভার কাজ শুরু হতেই কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ জানিয়ে দেন, ‘সাসপেন্ড করা সাংসদদের ফিরিয়ে না নেওয়া পর্যন্ত বাদল অধিবেশন বয়কট করবেন।’ এরপর এই বিক্ষোভ তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। তৃণমূল সাংসদ দোলা সেন জানান, ‘বিরোধী দলগুলির তরফে বাদল অধিবেশন বয়কট করার সিদ্ধান্ত নেওয়ায় আমরা ধরনা তুলে নিচ্ছি। তবে দেশজুড়ে কৃষকদের স্বার্থে লড়াই চলবে।’ এদিকে সাংসদদের ধরনায় সমর্থন জানিয়ে একদিনের অনশন পালন করবেন বলে ঘোষণা করেছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। এদিন সকালে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু জানান, ‘সাসপেন্ড হওয়া সাংসদদের আচরণের জন্য এই পদক্ষেপ করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে অন্য কোনও ক্ষোভ নেই।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.