কৃষি বিল নিয়ে বিকালে রাষ্ট্রপতির দ্বারস্থ বিরোধীরা
নিজস্ব সংবাদদাতা : বিতর্কিত কৃষি বিল পাসের পর তা এখন রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষায়। তার আগে কেন্দ্রের বিরুদ্ধে কৃষি বিল নিয়ে অভিযোগ জানাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ হচ্ছেন বিরোধীরা। বিকেল পাঁচটার সময় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ জানাবেন বিরোধী দলগুলো। তবে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ৫ জনকেই দেখা করার অনুমতি দেওয়া হয়েছে রাষ্ট্রপতি ভবনের তরফে।
রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার আগে বিরোধী সাংসদরা গুলাম নবি আজাদের চেম্বারে গিয়ে রণকৌশল ঠিক করেছেন। বিরোধীদের দাবি, ১. পৃথক বিল এনে সরকারকে নিশ্চিত করতে হবে যে, বেসরকারি বিনিয়োগকারীরা সরকার নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যের চেয়ে কম দামে ফসল কিনতে পারবেন না, ২. ন্যূনতম মূল্য ঠিক করতে হবে স্বামীনাথন কমিটির সুপারিশের ভিত্তিতে। ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে খাদ্যশস্য কেনা হচ্ছে, তা সুনিশ্চিত করতে হবে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়াকে, এবং ৩. সাংসদদের সাসপেনশন প্রত্যাহার করতে হবে।
উল্লেখ্য, কৃষি সংক্রান্ত বিল পাস হওয়ার সময় রবিবার সংসদে হাঙ্গামা বাধানোর অভিযোগে ৮ সাংসদকে সাসপেন্ড করেন ডেপুটি চেয়ারম্যান। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মঙ্গলবারও সংসদ বয়কট করেন বিরোধীরা। অন্যদিকে, ক্ষমা প্রার্থনা ছাড়া সাসপেনশন প্রত্যাহার নয় বলে জানিয়ে সরকারপক্ষ।
Comments are closed.