স্পিকারকে চিঠি শুভেন্দুর, মুকুলের বিধায়ক পদ খারিজের আবেদন
নিজস্ব সংবাদদাতা : মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দুপুর ১২.১২ মিনিটে চিঠি জমা পড়েছে বিধানসভার সচিবালয়ে। স্পিকারকে দেওয়া চিঠিতে বিরোধী দলনেতা লিখেছেন, ‘যত দ্রুত সম্ভব মুকুলের বিধায়ক পদ বাতিল করার আর্জি জানাচ্ছি।’
একুশের নির্বাচনে কৃষ্ণনগর উত্তর বিধানসভার বিজেপি-র টিকিটে জয়লাভ করেন মুকুল রায়। সম্প্রতি বিজেপি ছেড়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় তাঁর পুরনো দল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। দল বলদলেও মুকুল রায় বিজেপির বিধায়ক পদ ছাড়েননি। আর এই নিয়েই দলত্যাগ বিরোধী আইনে স্পিকারের কাছে চিঠি দিয়ে দ্রুত বিধায়ক পদ খারিজের আবেদন জানান রাজ্যের বিরোধী দলনেতা।
Last week Mukul Roy joined AITC in presence of @MamataOfficial. There was no ambiguity over his defection. Politics will take its course, but law demands he resign as MLA elected on BJP symbol. Let him follow his own course of resigning from Rajya Sabha in 2017 before joining BJP
— Swapan Dasgupta (@swapan55) June 18, 2021
মুকুল রায়ের তৃণমূলে যোগদান নিয়ে বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত ট্যুইট করে বলেন, ‘‘মুকুল রায় গত সপ্তাহে সর্বসমক্ষেই তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁর দলত্যাগ নিয়ে কোনও সংশয়ের অবকাশ নেই। রাজনীতি নিজের পথে এগোবে। তবে আইন তাঁর পদত্যাগ দাবি করে। কারণ তিনি বিজেপির প্রতীকে জিতে বিধায়ক নির্বাচিত হয়েছেন। আশা করা যায় তিনি নিজেই পদত্যাগ করবেন, যেভাবে ২০১৭ সালে রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন… ‘সেই পথই তিনি অনুসরণ করবেন।’’
Comments are closed.