Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ভবানীপুরে এবার বাংলার দুই তারকা কৌশিক ও মুকেশ

সৌরভ রায়

করোনা পরিস্থিতিতে এবছর পিছিয়ে গিয়েছে সিএবি ট্রান্সফার উইনডো। প্রত্যেক বছর ১ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে সিএবি প্রথম আর দ্বিতীয় ডিভিশনের ক্লাবের ক্রিকেটারদের সই করায়। এবার সিএবি চাইছে অনলাইনে ক্রিকেটারদের সই করাতে। আনুষ্ঠানিক ভাবে দলবদল ও ক্লাবে সই না হলেও, কলকাতা ক্রিকেট ময়দানের বড় ক্লাবগুলো ইতিমধ্যেই জোরকদমে দল নির্বাচনের কাজ শুরু করে দিয়েছে। জানা গেছে বাংলার রঞ্জি দলের অন্যতম দুই গুরুত্বপূর্ণ তারকা মুকেশ কুমার ও কৌশিক ঘোষকে এবার নিজেদের দলে নিয়ে চমক দিতে চলেছে ভবানীপুর। গতবার বাংলার রঞ্জি ফাইনাল খেলার অন্যতম বড় নায়ক হয়ে উঠেছিলেন বিহারের গোপালগঞ্জের ফাস্ট বোলার মুকেশ। অন্যদিকে বাংলার ব্যাটিং লাইনের শক্তিশালী অস্ত্র অশোকনগরের মধ্যবিত্ত পরিবারের ছেলে কৌশিক। জীবনে বহু প্রতিবন্ধকতাকে জয় করে দুজনেই অক্লান্ত পরিশ্রম করে বাংলার দলে নিজেদের জায়গা করে নিয়েছেন। এবার দুই তারকাই খেলতে পারে ভবানীপুরে।

- Sponsored -

জানা যাচ্ছে ভবানীপুরের জার্সি গায়ে খেলতে পারে লেগ স্পিনার প্র‍য়াস রায় বর্মণ। ফলে সন্দীপন দাসের নেতৃত্বে আবারও যথেষ্ট শক্তিশালী দল গড়ছে ভবানীপুর ক্রিকেট ক্লাব। এমনিতেই অগ্নিভ পান, অভিষেক দাস, শুভ্রজিৎ দাস, অরিন্দম ঘোষ, প্রদীপ্ত প্রামাণিক, দুর্গেশ দুবে, প্রীতম বিশ্বাসের মতো একঝাঁক তারকা রয়েছে ভবানীপুরে। তার মধ্যে কৌশিক, মুকেশ ও প্রয়াসকে পেয়ে দল আগামী মরসুমে আরও ভালো খেলা উপহার দেবে বলে আশাবাদী কোচ আব্দুল মুনায়েম।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.