Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

আর্কাইভ তৈরি করে চমক ইস্টবেঙ্গলের, ১৩ অগস্ট উদ্বোধন

বেঙ্গল ফাস্ট : আইএসএল খেলা নিয়ে ইস্টবেঙ্গলে ঘরে-বাইরে আরও চাপ তৈরি হলেও চমকপ্রদ খবর রয়েছে লাল-হলুদ ফ্যানেদের জন্য।  এখনও পর্যন্ত ইনভেস্টর না আসায় অবশ্য ক্লাবের আধুনিকীকরণে কোনও বাধা হচ্ছে না। কলকাতার প্রথম ক্লাব হিসেবে ইস্টবেঙ্গলে একশোর বছরের আর্কাইভ তৈরি হতে চলেছে। এই আর্কাইভে ক্লাবের ইতিহাস, ক্লাবের একশো বছরে জার্সির বদল, ক্লাবের প্রথম ট্রফি, বিদেশিদের হাত ধরে সাফল্য, ক্লাবের আশিয়ান কাপ জয় এমন সব ইতিহাসের দলিল থাকতে চলেছে। ময়দানি ফুটবল ফ্যানেরা আর্কাইভ ঘুরে দেখে মুহূর্তেই টাইম মেশিনে ফিরে গিয়ে একশো বছরের ইতিহাস চাক্ষুষ করার সুযোগ পাবে।

- Sponsored -

নবনির্মিত এই আর্কাইভ আগামী ১৩ অগস্ট উদ্বেধন হতে চলেছে। সেই সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবে রেস্তোরাঁ ও পানশালাও তৈরি হচ্ছে। করোনা লকডাউনের কারণে পানশালার লাইসেন্সিং পাওয়া থমকে রয়েছে। লাইসেন্স পেলেই ক্যাফেটেরারির পাশে নতুন রেস্তোরাঁ ও পানশালার ব্যবস্থা শুরু হবে। তবে এ বছর করোনা পরিস্থিতিতে জাঁকজমক করে না হলেও ছিমছাম করে ১ অগস্ট ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.