ভারত সরকারের ভুয়ো পরিচয়পত্র ব্যবহার! লেকটাউনে গ্রেফতার এক

নিজস্ব সংবাদদাতা : লেকটাউন থেকে ভারত সরকারের ভুয়ো পরিচয়পত্র ব্যবহার নিয়ে গ্রেফতার এক ব্যক্তি। বুধবার রাতে বাঙুর এলাকায় নাকা তল্লাশি চালানোর সময় পুলিশের জালে ধরা পড়ে। সূত্রের খবর, নীল বাতি ও সিটিজেন রাইট প্রোটেকশন কাউন্সিল (সিআরপিসি)-র ডিরেক্টর লেখা একটি গাড়ি দেখে পুলিশের সন্দেহ হয়। চালকের কাছে পরিচয়পত্র দেখতে চাইলে ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর পরিচয়পত্র দেখায়। এই পরিচয়পত্র পরীক্ষা করে পুলিশ জানতে পারে এটা সম্পূর্ণ ভুয়ো। এরপর ভারত সরকারের জাল পরিচয়পত্র ব্যবহার করার পাশাপাশি নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ঘোরার অভিযোগে মোহিত শর্মা নামক এক ব্যক্তিকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ।
এছাড়াও গাড়ির মধ্যে থেকে নিশান্ত শর্মা নামে আরও এক ব্যক্তির সিআরপিসি সংস্থার ভুয়ো পরিচয়পত্র বাজেয়াপ্ত করেছে লেকটাউন থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, নিশান্ত শর্মা-মোহিত শর্মা দুই ভাই। দুজনেই বাঙ্গুর এলাকার বাসিন্দা। কীভাবে এরা জাল পরিচয়পত্র ব্যবহার করছে তা তদন্ত করে দেখছে লেকটাউন থানার পুলিশ।
Comments are closed.