অলিম্পিক ২০২০ : টোকিও প্রস্তুত, ভারতও প্রস্তুত
সাম্যজিৎ ঘোষ
গোটা বিশ্ব লড়াই করছে করোনার বিরুদ্ধে। আর খেলাধুলোতেও তার রেশ আছড়ে পড়েছে। ২০২০ সালের অলিম্পিক পিছিয়ে ২০২১-এ হচ্ছে। টোকিও প্রস্তুত গোটা বিশ্বকে স্বাগত জানাতে। এই অলিম্পিকে ম্যাসকট মিরাইতোওয়া। ‘মিরাই’ অর্থ ভবিষ্যৎ এবং ‘তোওয়া’ অর্থ অনন্তকাল। এবার অলিম্পিকে মোট ২০৫টি দেশ অংশ নিচ্ছে। মোট প্রতিযোগী ১১ হাজার ৯১ জন। মোট ইভেন্ট ৩৩৯টি। গেমস অনুষ্ঠিত হবে ৪১টি জায়গায়।
ভারত থেকে অংশ নিচ্ছে ১১৯ জন প্রতিযোগী। এর মধ্যে ৬৭ জন পুরুষ, ৫২ জন মহিলা। ভারতীয় দল মোট ১৮টি ইভেন্টে অংশ নিচ্ছে এবার। ভারত থেকে যে দল অংশ নিচ্ছে তা দেশের ইতিহাসে সবচেয়ে বড় দল। আর এই দলের অনেকেই পদকের দাবিদার তাতে কোনও সন্দেহ নেই। নজরে থাকবেন তিরন্দাজির দীপিকা কুমারী, যিনি সদ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনটি সোনা পেয়েছেন। সঙ্গে আছেন তাঁর স্বামী ও পুরুষদের এক নম্বর পদকের দাবিদার অতনু দাস। জিমন্যাস্টিক্সে এবার ভারতের হয়ে আরেক বাঙালি প্রতিনিধিত্ব করছেন। প্রণতি নায়েক কতটা সফল হতে পারেন সেটাই দেখার।
অ্যাথলেটিক্সে পদকের বড় দাবিদার নীরজ চোপড়া। জ্যাভলিন থ্রো-য়ে এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজের দিকে তাকিয়ে গোটা দেশ। ১০০ ও ২০০ মিটার দৌড়ে নজর থাকবে দ্যুতি চাঁদের দিকেও। ডিসকাস থ্রোয়ে জাতীয় রেকর্ড সৃষ্টিকারী কমলপ্রীত কউর, সীমা পুনিয়াও নজর কাড়তে পারেন এবারের অলিম্পিকে। পাশাপাশি ব্যাডমিন্টনে গতবারের অলিম্পিকে রুপোজয়ী পিভি সিন্ধু এবারও অন্যতম ফেভারিট পদক জয়ের ব্যাপারে। সঙ্গে লড়াইয়ে থাকছেন সাই প্রনীথ, চিরাগ শেট্টিরাও।
বক্সিংয়ে মেরি কম এবারও পদকের দাবিদার। এশিয়ান গেমসে সোনা পেলেও অলিম্পিক পদক এখনও অধরা মেরির। তাই তাঁর দিকেও তাকিয়ে গোটা দেশ। এছাড়াও পূজা রানি, বিকাশ কৃশান, অমিত পঙ্গাল রয়েছেন অন্যতম দাবিদার হিসাবে। শুটিংয়ে এবার পদক জয়ের জন্য বড় দাবিদার মনু ভাকের, সৌরভ চৌধুরী, তেজেশ্বিনী সাওয়ান্ত প্রমুখ। সৌরভ গত এশিয়ান গেমসের সোনাজয়ী। মনু ভাকের বিশ্বকাপ ও কমনওয়েলথ গেমসের সোনাজয়ী।
সাঁতারে অলিম্পিকে যোগ্যতা পর্বে দারুণ ফল করেন সজন প্রকাশ। ২০০ মিটার বাটারফ্লাই, ফ্রিস্টাইলে তাঁর দিকেও নজর থাকবে গোটা দেশের। ভারোত্তলনে মিরাবাঈ চানু এবার পদকের বড় দাবিদার। ২০১৪ কমনওয়েলথ গেমসে রুপো, ২০১৮ গেমসে সোনা জয়ের পর ২০১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সোনা জয় করেন চানু।
অন্যদিকে কুস্তিতে ভিনেশ ফোগত, বজরং পুনিয়া, দীপক পুনিয়াও পদক জয়ের অন্যতম দাবিদার। ভিনেশ কমনওয়েলথ এবং এশিয়ান গেমসের সোনাজয়ী। বজরং ২০১৮-য় এশিয়ান গেমসের সোনাজয়ী। এছাড়াও বিশ্ব কুস্তিতে পদকজয়ী বজরং। পারফরমেন্সের নিরিখে এই দলের অনেকেই পদক নিয়ে ফিরতে পারেন ভারতে। কোনও সন্দেহ নেই এবার ভারতীয় দলের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি অলিম্পিক পদক জেতার ব্যাপারে।
Comments are closed.