নিষিদ্ধ ওষুধ খাওয়ার দায়ে সাময়িক নির্বাসিত কুস্তিগির সুমিত মালিক

নিজস্ব সংবাদদাতা : টোকিও অলিম্পিক্সের আগে বড়সড় চাপে পড়ে গেল ভারত। নিষিদ্ধ ওষুধ খাওয়ার দায়ে অভিযুক্ত কুস্তিগির সুমিত মালিক। ইতিমধ্যে তাঁকে সাময়িক ভাবে নির্বাসিত করেছে বিশ্ব কুস্তি সংস্থা। ভারতীয় কুস্তি ফেডারেশনের সহকারি সচিব বিনোদ তোমর সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ‘বৃহস্পতিবার থেকে এই শাস্তি কার্যকর হয়েছে। তবে এখনও সুমিতের দ্বিতীয়বার ডোপ পরীক্ষা হয়নি। আগামী ১০ জুন স্যাম্পল-বি পরীক্ষার ফল নেগেটিভ এলে তবেই সে যেতে পারবে টোকিওয়। ওই পরীক্ষার পরেই তাঁর শুনানি শুরু হবে।’
সূত্রের খবর, কয়েকদিন আগে চোট পেয়েছিলেন কুস্তিগির সুমিত। চিকিৎসাজনিত কারণে বেশকিছু ওষুধ খেয়েছিলেন। সেকারণেই হয়তো তিনি ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। তবে ১০ জুন স্যাম্পল-বি পরীক্ষার ফল নেগেটিভ না এলে বড়সড় শাস্তির মুখে পড়তে হবে সুমিতকে। উল্লেখ্য, ২০১৮ সালে কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক প্রাপ্ত মালিক বুলগেরিয়া ইভেন্টে ১২৫ কেজি বিভাগে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন।
Comments are closed.