Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

Odisha YouTuber Priyanka Senapati under IB scanner: জ্যোতি মালহোত্রার পর নজরে এবার পুরীর ইউটিউবার

হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রার গ্রেফতারির পর এবার ওড়িশার পুরীর ইউটিউবার প্রিয়ঙ্কা সেনাপতির নাম উঠে এল পাকিস্তানি গুপ্তচরবৃত্তি মামলায়।

সায়নী মণ্ডল: হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রার গ্রেফতারির পর এবার ওড়িশার পুরীর ইউটিউবার প্রিয়ঙ্কা সেনাপতির নাম উঠে এল পাকিস্তানি গুপ্তচরবৃত্তি মামলায়। জ্যোতি এবং প্রিয়ঙ্কার মধ্যে সন্দেহজনক সম্পর্কের কথা উঠে আসছে। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া জ্যোতি ২০২৪ সালে পুরীতে গিয়েছিলেন। পুরীর জগন্নাথ মন্দির থেকে শুরু করে পুরীর বিভিন্ন সরকারি দফতর ও প্রকল্পের ছবি তোলে তাঁরা। আইবি আধিকারিকরা পুরীর ইউটিউবার প্রিয়ঙ্কাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। ইতিমধ্যেই পুরী, ভুবনেশ্বর এবং অন্যান্য পর্যটনস্থানগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। এমনকী দু’জনে সম্প্রতিই কর্তারপুর সাহিব করিডর দিয়ে পাকিস্তানেও গিয়েছিল। কাশ্মীরেও একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের।

- Sponsored -

এ দিকে জ্যোতির সঙ্গে নাম জড়ানোর পরেই আসরে নেমেছেন প্রিয়াঙ্কা সেনাপতিও। তিনি নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে লিখেছেন, ‘জ্যোতি শুধুমাত্র আমার বন্ধু। ইউটিউবের মাধ্যমে ওঁর সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল। ওঁর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে, তা নিয়ে আগে আমি কিছু জানতাম না। আমি যদি জানতে পারতাম ও পাকিস্তানের হয়ে স্পাই করছে, তা হলে ওঁর সঙ্গে কোনও যোগাযোগ রাখতাম না। কোনও তদন্তকারী সংস্থা যদি আমাকে প্রশ্ন করতে চায়, সবরকম সহযোগিতা করব। দেশ সবার আগে। জয় হিন্দ।’

Odisha YouTuber under IB scanner in Jyoti Malhotra spy case

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Leave A Reply