বন্ধুত্বের বিজ্ঞাপনে নুসরতের মুখ, সাইবার সেলে অভিযোগ বসিরহাটের সাংসদের

নিজস্ব সংবাদদাতা : ডেটিং অ্যাপে বন্ধুত্ব পাতানোর বিজ্ঞাপন। আর সেই বিজ্ঞাপনে ব্যবহার করা হল বারাসত বসিরহাটের সাংসদ নুসরত জাহানের ছবি। সঙ্গে ক্যাপশন—– ‘লকডাউনে ঘরে বসে বন্ধুত্ব পাতান। নুসরতের বিষয়ে এখানে আরও জানুন।’ সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া এমন বিজ্ঞাপন দেখে নেটিজেনদের মাধ্যমে নিমেষেই ভাইরাল হয়ে যায় তা। ভিডিয়ো চ্যাট অ্যাপের এই বিজ্ঞাপনে তাঁর ছবি ব্যবহার করায় কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন সাংসদ-অভিনেত্রী নুসরত। কে বা কারা পিছনে রয়েছে তা খতিয়ে দেখছেন সাইবার সেলের তদন্তকারীরা।
This is totally unacceptable – using pictures without consent. Would request the Cyber Cell of @KolkataPolice to kindly look into the same. I am ready to take this up legally. 🙏@CPKolkata https://t.co/KBgXLwSjR4
— Nusrat Jahan Ruhi (@nusratchirps) September 21, 2020
সোশ্যাল মিডিয়ায় নুসরতের ছবি-সহ ভিডিয়ো চ্যাটের বিজ্ঞাপন দেখে খোদ সাংসদকেই ট্যুইটারে ট্যাগ করেন এক নেটনাগরিক। তিনি নুসরতের উদ্দেশ্যে লেখেন, “একজন সাংসদ-নায়িকার মুখ ভিডিয়ো চ্যাট অ্যাপে ব্যবহার হচ্ছে, তাঁর অনুমতি ছাড়া!! কীভাবে সম্ভব?” পাল্টা ট্যুইট করে নুসরত জানান, ‘আমার অনুমতি ছাড়া ছবি ব্যবহার করা হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। কলকাতা পুলিশের সাইবার সেলকে জানাচ্ছি। আইনি ব্যবস্থা নেব।’ ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে লালবাজার। কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা জানান, ‘তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।’
Comments are closed.