রাজ্যে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, হাওড়ার ৩০টি এলাকা মাইক্রো কন্টেইনমেন্ট জোন

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরে বুলেটিনে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত ৫৩৭ জন। খানিকটা বেড়ে মৃত ১৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৫৯২ জন। এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। একদিনে কলকাতায় করোনা আক্রান্ত ১০৮ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা ৯৮ জন। তৃতীয় স্থানে রয়েছে হুগলি ৩৬ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ৩৬ জন। আশঙ্কা বাড়িয়ে ফের আক্রান্তের সংখ্যা বেড়েছে শৈল শহরেও। দার্জিলিঙে আক্রান্ত ২৫। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৬২ হাজার ৭১০ জন।
এদিকে করোনা সংক্রমণ মোকাবিলা করতে হাওড়ায় ফের মাইক্রো কন্টেইনমেন্ট জোন ঘোষণা করল জেলা প্রশাসন। জেলার মোট ৩০টি এলাকাকে মাইক্রো কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। হাওড়া পুর এলাকার ৩নং ওয়ার্ডের নস্করপাড়া রোড, ৯নং ওয়ার্ডের রামকৃষ্ণ মন্দির পথ, ১৩নং ওয়ার্ডের রোজ মেরি লেন, শৈল কুমার মুখার্জি রোড, রাঘব মল থেকে সিস্টার নিবেদিতা স্কুল, পিলখানা বাজার, ২৬নং ওয়ার্ডের গোপাল ব্যানার্জি লেন, ২৯নং ওয়ার্ডের রামেশ্বর মালিয়া লেন, ৩৮নং ওয়ার্ডের আন্দুল রোড, ৪১নং ওয়ার্ডের আন্দুল রোড, নবনারী তলা ফাস্ট বাই লেন, ৪৩নং ওয়ার্ডের যদু মুখার্জি লেন, ৪৫নং ওয়ার্ডের উত্তর বাকসাড়া, ৫২নং ওয়ার্ডের ড. পি এন ঘোষ রোড, ৫৩নং ওয়ার্ডের গোস্বামীপাড়া রোড, ৫৮নং ওয়ার্ডের আশুতোষ মুখার্জি লেনে মাইক্রো কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।
Comments are closed.