কে সর্বকালের সেরা, ষষ্ঠ উইম্বলডন জিতে প্রশ্ন তুলে দিল জকোভিচ
সাম্যজিত ঘোষ
২০ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিতে ফেডেরার-নাদালের সঙ্গে একাসনে নোভাক জকোভিচ। জিতলেন ষষ্ঠ উইম্বলডন। এদিন মাত্তেও বেরাত্তিনিকে ৪ সেটের লড়াইয়ে হারিয়ে জিতলেন ২০ নম্বর গ্র্যান্ড স্ল্যাম। প্রথম সেটে হারলেও দ্বিতীয় সেট থেকে ঘুরে দাঁড়িয়ে আর কোনও সুযোগ দেননি ইতালীয় প্রতিদ্বন্দ্বীকে।
প্রথম সেট ৫-৭ এ হারার পরের তিনটি সেট জেতেন ৬-৪ ৬-৪ ৬-৩ গেমে। এর ফলে একটি ক্যালেন্ডার বছরে পরপর তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন জোকোভিচ। অস্ট্রেলিয়া, ফরাসি এবং উইম্বলডন। সামনে ইউএস ওপেন। জিতলে একইসঙ্গে আরও নজির গড়বেন জোকার। ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম এবং ফেডেরার, নাদালদের টপকে ২১ তম স্ল্যাম। এই জয়ে পর কে সর্বকালের সেরা সেই বিতর্ক ফের উসকে দিলেন জোকোভিচ।
Comments are closed.