Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ব্যাট হাতে চমক নয়, এবার মাইক হাতে গায়ক কোহলি! ছবি ভাইরাল

সৌরভ রায়

বাইশ গজে ব্যাট হাতে ঝড় তোলেন, সেই হাতেই তুলে নিলেন মাইক। এমনকী মাইক হাতে গান করলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন আরসিবি তথা টিম ইন্ডিয়ার অন্যতম সদস্য নভদীপ সাইনি। ছবিতে মাইক হাতে নভদীপের পাশে দাঁড়িয়ে রয়েছেন বিরাট। মাইক হাতে বিরাট কী করছেন? সাইনি নিজেই জানিয়েছেন গান গাইছেন আরসিবি অধিনায়ক কিং কোহলি।

- Sponsored -

সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল-এর ১৩তম সংস্করণ শুরু হওয়ার আগে চনমনে মেজাজে রয়েছে আরসিবি শিবির। ২১ সেপ্টেম্বর থেকে ২০২০ সালের আইপিএল-এ অভিযান শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

দুবাইতে অবশ্য খোশ মেজাজে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। এবারের প্রস্তুতিতে তিনি বেশ খুশি। ২০১৬ সালের পর এমন ব্যাল্যান্স দল তিনি পাননি বলেও জানিয়েছেন। এবারে তাঁর দল ভাল কিছু করবে আশাবাদী কিং কোহলি। নিজেও ফিটনেসের তুঙ্গে। করোনা ভাইরাসের কারণে লকডাউন কাটিয়ে ফিটনেসের দিক থেকে তিনি দুরন্ত জায়গায় রয়েছেন। দলের বাকিরাও নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন আরসিবি অধিনায়ক।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.