করোনা আবহে কালীপুজোয় বাজি না পোড়ানোর আবেদন রাজ্যের
নিজস্ব সংবাদদাতা : ‘কোভিড রোগীর পক্ষে বায়ুদূষণ মারাত্মক। তাই কালীপুজোয় বাজি ফাটাবেন না। করোনা আবহে বাজি থেকে দূরে থাকুন। কারও আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়।’ রাজ্যবাসীকে আবেদন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের। এদিন নবান্নে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ শীর্ষকর্তাদের সঙ্গে কালীপুজো নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ঠিক হয় কঠোরভাবে বলবৎ করা হবে বাজি না ফাটানোর বিষয়টি।
এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, ‘করোনা রোগীদের জন্য ক্ষতিকারক হতে পারে বায়ুদূষণ। পুজো বন্ধ হোক কেউ চায় না। এই পরিস্থিতিতে বাজি এড়িয়ে যেতে হবে। কালীপুজোয় অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে। এমনকী শোভাযাত্রাতেও বাজি পোড়াবেন না। বিসর্জনের ব্যাপারে স্থানীয় পুলিশের সাথে কথা বলে নিতে হবে।’
স্বরাষ্ট্রসচিব আরও বলেন, ‘কোভিড পরিস্থিতিতে কালীপুজোয় বাজি পোড়ানো বন্ধ রাখার আরজি জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। মানবিক দিক থেকে দেখলে, বায়ুদূষণ অত্যন্ত ক্ষতিকর হতে পারে কোভিড রোগীদের ক্ষেত্রে। আমাদের আবেদন শব্দবাজি-সহ অন্য বাজিও যেন ব্যবহার না হয়।’
Comments are closed.