বেআইনি অস্ত্র ব্যবসায় বিজেপি নেতা! বিশেষ অভিযানে গ্রেফতার বসিরহাটে

নিজস্ব সংবাদদাতা : বেআইনি অস্ত্র ব্যবসায় এবার নাম জড়াল বিজেপির। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বিজেপি অফিস সচিব বাপিন দাসকে গ্রেফতার করল পুলিশ। বাপিনের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি বন্দুক এবং পাঁচ রাউন্ড গুলি।

সূত্রের খবর, বসিরহাটের ঘড়িবাড়ি এলাকায় বেআইনি অস্ত্র কারবার চলছে সে বিষয়ে বেশ কয়েকদিন আগেই খবর পান তদন্তকারীরা। তদন্তে উঠে আসে যে, একটি চক্র উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে অস্ত্র ও গুলি নিয়ে আসে। পাশাপাশি ভিন রাজ্য থেকেও গুলি ও আগ্নেয়াস্ত্র সরবরাহ করা হয়। পরে সেগুলিই আবার বাংলাদেশের একাধিক দুষ্কৃতীদের কাছে পাচার হয়। সেই সূত্র ধরে তদন্তে নামে জেলা পুলিশ। এরপর বসিরহাটের ময়লাখোলা এলাকা থেকে এক বেআইনি অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার হয়। তার কাছ থেকেও বাজেয়াপ্ত করা হয় চারটি বন্দুক এবং দু’রাউন্ড গুলি। পুলিশ সেই ব্যবসায়ীকে জেরা করেই জানতে পারে এই বিজেপি নেতার নাম। সেই খবর পাওয়ামাত্রই ঘড়িবাড়িতে বছর পঁয়ত্রিশের ওই বিজেপি নেতার বাড়িতে হানা দেয় পুলিশ। শুক্রবার রাতে সেই সময় বাড়িতেই ছিল বিজেপি নেতা। তাকে হাতেনাতে পাকড়াও করা হয়। ধৃত বিজেপি নেতা এবং ওই অস্ত্র কারবারীকে পাশাপাশি বসিয়ে জেরা করে চক্রের মূল চাঁইয়ের খোঁজ পাওয়া যাবে বলেই আশা করছেন তদন্তকারীরা।
Comments are closed.