‘পশ্চিমবঙ্গের ভোটে হস্তক্ষেপ নয়’! জনস্বার্থ মামলা খারিজ করে বলল শীর্ষ আদালত
নিজস্ব সংবাদদাতা: বাংলার নির্বাচন নিয়ে গত ডিসেম্বর মাসে করা জনস্বার্থ মামলা পত্রপাঠ খারিজ করল শীর্ষ আদালত। আইনজীবী পুনিত কৌর ধান্দা মামলার আবেদনে সুপ্রিম কোর্টকে অভিযোগ জানায়, ‘তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্যের আইন-শৃঙ্খলা একেবারে তলানিতে। পদে পদে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। পুলিশ কার্যত দলদাসে পরিণত হয়েছে। এই বিশৃঙ্খলায় তারাও সক্রিয় ভাবে যুক্ত। বিরোধী দলের নেতারা ধারাবাহিক ভাবে খুন হচ্ছেন। আর তাতে কিছু লোকের স্বার্থ রক্ষা হচ্ছে।’
পুনিত আর্জি জানায়, রাজ্যে অবাধ ও স্বচ্ছ নির্বাচন করাতে রাজ্য সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। কিন্তু তাঁর সেই অভিযোগ পত্রপাঠ খারিজ করে দেয় বিচারপতি অশোক ভূষণ, হেমন্ত গুপ্ত এবং সুভাষ রেড্ডির ডিভিশন বেঞ্চ।
এদিন পশ্চিমবঙ্গের আসন্ন ভোটে হস্তক্ষেপ করতে রাজি নয় জানিয়ে দিয়ে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আদালতের দরজায় কডা় না নেড়ে বিকল্প পথ খুঁজুক ওই আইনজীবী।
Comments are closed.