Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

সিএএ-র ব্যাপারে সিদ্ধান্ত হয়নি! সংসদের স্থায়ী কমিটিকে বিবৃতি দিয়ে জানাল কেন্দ্র

নিজস্ব সংবাদদাতা: দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) চালু করার ব্যাপারে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে মঙ্গলবার জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সংসদের স্থায়ী কমিটিকে বিবৃতি দিয়ে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই। সিএএ-র জন্য রাজ্যসভা এবং লোকসভার কমিটির তরফে কেন্দ্রকে যথাক্রমে ৯ এপ্রিল এবং ৯ জুলাই পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে।

- Sponsored -

২০১৯ সালের ১২ ডিসেম্বর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরের পর এই আইন নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়। আইন বাস্তবায়ন করা থেকে কার্যত পিছিয়ে আসতে বাধ্য হয় নরেন্দ্র মোদি সরকার। প্রসঙ্গত, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টান শরণার্থীদের সিএএ-র আওতায় নাগরিকত্ব দেওয়া হয়। যদিও এই আইনে মুসলিম সম্প্রদায়ভুক্তদের কথা বলা হয়নি। তারপরই প্রতিবাদে গোটা দেশ উত্তাল হয়। নিয়ম অনুযায়ী আইন পাশের ছয় মাসের মধ্যেই খুঁটিনাটি তৈরি হয়ে যাওয়া উচিত। কিন্তু তা যে এখনই সম্ভব নয় কেন্দ্রের এই সিদ্ধান্তেই স্পষ্ট।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.