Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

সপ্তমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, শপথ সোমবার

নিজস্ব সংবাদদাতা: সপ্তমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশ কুমার। আজ পাটনায় নীতীশ কুমারের বাড়িতে এনডিএর বৈঠকে দলনেতা হিসেবে নীতীশকে বেছে নেওয়া হয়। দলের নেতা নির্বাচিত হওয়ার পর আজই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছেন নীতীশ কুমার। সূত্রের খবর আগামীকাল সোমবার সপ্তমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ কুমার।

- Sponsored -

এবারের বিহার নির্বাচনে এনডিএ পেয়েছে মোট ১২৫ টি আসন। এর মধ্যে সিংহভাগ আসন পেয়েছে বিজেপি ৭৪ টি। নীতীশ কুমারের জেডিইউ পেয়েছে ৪৩ টি আসন‌। অন্যদিকে আরজেডির তেজস্বীর নেতৃত্বে মহাগটবন্ধন পেয়েছে ১১০ টি আসন। বিহারে বৃহত্তম দল হিসাবে তেজস্বী যাদবের আরজেডি পেয়েছে ৭৫ টি আসন। এবারের নির্বাচনে নীতীশের জেডিইউ তৃতীয় স্থানে নেমে যাওয়ায় স্বভাবতই প্রশ্ন ওঠে মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে? কিন্তু এনডিএর বড় শরিক বিজেপি জানিয়ে দেয় নির্বাচনী প্রতিশ্রুতি তারা পালন করবেন। নির্বাচন শুরুর আগে থেকেই বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরা হয় নীতীশ কুমারকে। সেইমতোই আজকের বৈঠকে নীতীশকে বেছে নেওয়া হয় মুখ্যমন্ত্রী হিসাবে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.