দু’জন উপমুখ্যমন্ত্রী নিয়ে ফের বিহারের মসনদে নীতীশ কুমার

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
পরপর চতুর্থ বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন সংযুক্ত জনতা দল নেতা নীতীশ কুমার, তবে বিজেপির তারকিশোর প্রসাদ এবং রেণু দেবীকে উপমুখ্যমন্ত্রী করল বিজেপি। এবার নীতীশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংয়ের পর তিনিই হলেন বিহারের সবচেয়ে বেশি বারের মুখ্যমন্ত্রী। ১৯৪৬-১৯৬১ পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন শ্রীকৃষ্ণ সিং। তিনবার ১৪ বছর দু’মাস বিহারের কুর্সিতে রয়েছেন নীতীশ কুমার। ২০০৫-এর নভেম্বর থেকে টানা বিহারের মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব সামলাচ্ছেন নীতীশ কুমার, যদিও ২০১৪-১৫ তে তাঁর জায়গায় বিহারের মুখ্যমন্ত্রী হন হিন্দুস্থান আওয়াম মোর্চার নেতা জিতন রাম মানঝি।
বিহারের নয়া মন্ত্রিসভায় এসেছেন জেডিইউ থেকে বিজেন্দ্র যাদব, বিজয় চৌধুরী, মেওয়ালাল চৌধুরী, শিলা মণ্ডল। অন্যদিকে, বিজেপির তরফে মন্ত্রী করা হয়েছে মঙ্গল পাণ্ডে, রামপ্রীত পাসওয়ানকে। এছাড়াও, হিন্দুস্তান আওয়াম মোর্চা নেতা সন্তোষ মানঝি এবং বিকাশশীল ইনসান পার্টির মুকেশ মাল্লাকে মন্ত্রিসভায় সামিল করা হয়েছে। মোট ১৪ জন মন্ত্রী এদিন শপথ নেন বিহারের রাজভৱনে। নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ফাগু চৌহান। শপথ গ্রহণের পরেই নীতীশ কুমারকে ট্যুইটারে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এবারের বিহার নির্বাচনে ২৪৩ আসনের মধ্যে মাত্র ৪৩ টিতে জয় পায় নীতীশ কুমারের দল জেডি ইউ, অন্যদিকে বিজেপি যেতে ৭৪ টি আসনে। তবে বিধানসভা নির্বাচনে রাজ্যের বৃহত্তম দল হিসেবে উঠে আসে তেজস্বী যাদবের আরজেডি। এনডিএ পায় ১২৫ টি আসন। ফলে এবার নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করা হবে কিনা, তা নিয়ে গুঞ্জন শুরু হয়। যদিও মহারাষ্ট্র থেকে শিক্ষা নিয়ে সে পথে হাঁটেনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রবিবার বিহারে নতুন পরিষদীয় নেতা নির্বাচন করতে রাজনাথ সিং, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা ভূপেন্দ্র যাদব এবং নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতা দেবেন্দ্র ফড়নবিশের উপস্থিতিতে বৈঠক হয়। সেখানেই পরিষদীয় নেতা নির্বাচিত হন নীতীশ কুমার। নিজে এবার মুখ্যমন্ত্রী পদে বসতে চাননি নীতীশ কুমার। তবে নির্বাচনের আগে প্রতিশ্রুতি অনুযায়ী ফের তাঁকেই বিহারের মসনদে বসান হয়। গতবারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদিকে কেন্দ্রীয় মন্ত্রী করা হবে বলে সূত্রের খবর।
Comments are closed.