স্বাস্থ্যবিধি মেনে খুলল নিক্কো পার্ক, প্রথম দিনে এলেন অল্পসংখ্যক মানুষ
নিজস্ব সংবাদদাতা : কোভিড আবহের মধ্যেই খুলে গেল রাজ্যের সর্ববৃহৎ বিনোদন পার্ক নিক্কো। টানা ৭ মাস বন্ধ থাকার পর সমস্ত স্বাস্থ্যবিধি ও কেন্দ্রের বেঁধে দেওয়া গাইডলাইন মেনে সকাল ১০টা নাগাদ খুলল নিক্কো পার্ক। এদিন খুব অল্পসংখ্যক মানুষ পার্কে আসেন।
পার্ক খোলার আগে গতকালই স্যানিটাইজেশনের কাজ করেছেন কর্তৃপক্ষ। স্যানিটাইজ করা হয়েছে সমস্ত রাইডস। পার্কে ঢোকার মুখে হ্যান্ড-স্যানিটাইজার দেওয়া হলেও সঙ্গে করে নিয়ে যেতে হবে স্যানিটাইজার । পার্কের ভিতর দাগ কেটে দূরত্ববিধি নির্দিষ্ট করা হয়েছে। নিক্কো পার্ক কর্তৃপক্ষ অনলাইন টিকিটের ওপরই বিশেষ জোর দিচ্ছে।
নিক্কো পার্কের ম্যানেজিং ডিরেক্টর অভিজিৎ দত্ত জানান, “আমরা সবরকম সুরক্ষাবিধি মেনে চলছি। পার্কের মূল প্রবেশপথে থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। ভেতরে ঢোকার আগে শরীরের তাপমাত্রা মাপা হবে। মাস্ক পরেই ঢোকা যাবে পার্কে। স্যানিটাইজার দেওয়া হবে যাঁরা ভিতরে ঢুকবেন। সোশ্যাল ডিস্টেন্সিংয়ের নিয়ম মেনে চলা হবে।”
Comments are closed.